দেশ বিদেশ
একদিনে করোনা শনাক্ত ৬১
স্টাফ রিপোর্টার
২৮ মে ২০২৩, রবিবারদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯২৯টি নমুনা পরীক্ষা করে এই নতুন রোগী শনাক্ত হয়। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ২৮জন। দিনে শনাক্তের হার ৬ দশমিক ৫৭ শতাংশ। আগের দিন যা ছিল ৪ দশমিক ৩১ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৮৯৮ জন হয়েছে। সর্বশেষ গত ২৮শে মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল।