ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

টানা চতুর্থ লীগ শিরোপা বসুন্ধরা কিংসের

স্পোর্টস রিপোর্টার
২৭ মে ২০২৩, শনিবার
mzamin

আরও একটি লীগ শিরোপা জিততে চার ম্যাচে তিন পয়েন্টের দরকার ছিল বসুন্ধরা কিংসের। গতকাল কিংস অ্যারেনায় শেখ রাসেলকে ৬-৪ গোলে হারিয়ে তিন ম্যাচে হাতে রেখেই সেই কাজটি সারলো ক্লাবটি।  ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ২০২২-২৩ মৌসুমের শিরোপা নিশ্চিত করেছে কিংস। টানা চার শিরোপা জয়ের ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন ডোরিয়েল্টন গোমেজ। একটি করে গোল করেছেন রবসন রবিনহো ও শেখ মোরসালিন আহমেদ। শেখ রাসেলের কেনেথ ইকেচুকু দুটি, সুজন বিশ্বাস ও দীপক রায় একটি করে গোল করেন। এদিকে কুমিল্লায় মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আবাহনী। ১৭ ম্যাচে আকাশি-নীলদের পয়েন্ট ৩৪। তারা আছে দুইয়ে। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে মোহামেডান।

বিজ্ঞাপন
আর ২২ পয়েন্ট নিয়ে পাঁচে রাসেল। ২০০৭ সালে পেশাদার লীগের যাত্রা শুরু। এই আঙিনায় কিংস পা রাখে ২০১৮-১৯ মৌসুমে। অভিষেক মৌসুমেই শিরোপা জিতে চোখ ধাঁধিয়ে দেয় দলটি। প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় হয়নি ২০১৯-২০ মৌসুমের লীগ। এর পরের দুই লীগের বাজিমাত করে আবাহনী লিমিটেডের পর প্রথম দল হিসেবে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয় কিংস। এবার তারা প্রথম দল হিসেবে গড়লো টানা চার লীগ ট্রফি জয়ের রেকর্ড। পেশাদার লীগ নামকরণের পর সর্বোচ্চ শিরোপার রেকর্ড অবশ্য এখনও আবাহনীরই (৬)। কিংস জিতলো চারবার। তিনটি শিরোপা আছে শেখ জামাল ধানমণ্ডি  ক্লাবের। স্বাধীন বাংলাদেশের ফুটবলের শীর্ষ আসরের হিসেবেও এই প্রথম টানা চার শিরোপা জয়ের রেকর্ড গড়লো কিংস। 

শিরোপা নিশ্চিত করতে গতকাল শেখ রাসেলের বিপক্ষে জয় দরকার ছিল কিংসের। সেই জয় এসেছে আপন মহিমায়। ষষ্ঠ মিনিটেই ডোরিয়েল্টন গোমেজের দারুণ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। রবসন রবিনহোর পাস ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর সুজনের  গোলে সমতা ফেরায় শেখ রাসেল। কেনেথ ইকেচুকুর কাটব্যাক চার্লস দিদিয়ের নাগাল না পেলে দূরের পোস্টে ছয় গজ বক্সের ভেতর বল পেয়ে কোনো ভুল করেননি সুজন। ডান পায়ের মাপা শটে জাল খুঁজে নেন তিনি। ৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে দীপক রয়ের চোখ ধাঁধানো গোলে ম্যাচে এগিয়েও যায় শেখ রাসেল (২-১)। তবে রাসেলের লিড বেশিক্ষণ টেকেনি। বিরতিতে যাওয়ার আগে আবারও ম্যাচের লিড নেয় কিংস। প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে রবসন রবিনহো এবং দুই মিনিট বাদে শেখ মোরসালিন জালের দেখা পান। বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়িয়ে নেয় কিংস। ৫০ ও ৬৬ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ডোরিয়েল্টন। লীগে এটা তার প্রথম হ্যাটট্রিক, আর মৌসুমে দ্বিতীয়। ৭৬তম মিনিটে নিজের চতুর্থ গোল করেন এই ব্রাজিলিয়ান। ১৮ গোল নিয়ে লীগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে তিনি। ১২ গোল নিয়ে তার পেছনে আছেন মোহামেডানের মালিয়ান ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে। শেষ দিকে দুই গোল করে শেখ রাসেলের ব্যবধান কমান কেনেথ ইকেচুকু। ম্যাচের শেষ পাঁচ মিনিট খেলা হয়েছে ফ্লাড লাইটের আলোয়। প্রথমবারের মতো কিংস অ্যারেনায় ফ্লাডলাইটের আলোয় শিরোপা উদ্যাপন করেছে কিংস। 

আবাহনী-মোহামেডানের ‘ড্রেস রিহার্সেলে’ কেউ হারেনি

এদিকে ফেডারেশন কাপের ফাইনালের আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগে ড্র করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। ম্যাচের প্রথমার্ধে লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে মোহামেডান। প্রথমার্ধের ইনজুরি সময়ে সাদা-কালো জার্সিধারীদের অধিনায়ক সোলেমান দিয়াবাতে পেনাল্টি থেকে গোল করেন। মোহামেডানের মতো আবাহনীও গোল পেয়েছে পেনাল্টিতে। ম্যাচের ৮৪ মিনিটে এলিটা কিংসলে সফল স্পটকিকে সমতায় ফেরে আকাশী-হলুদ শিবির।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status