ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

আশা জাগিয়ে হার ‘এ’ দলের

স্পোর্টস রিপোর্টার
২৭ মে ২০২৩, শনিবার
mzamin

ছোট পুঁজি নিয়েও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল ‘এ’ দলের বোলাররা। কিন্তু শেষ রক্ষা হলো না। বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে রইলো ক্যারিবীয়রা। আনঅফিসিয়াল টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের শঙ্কা থাকলেও, শেষ পর্যন্ত পরাজয় এড়িয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু দ্বিতীয় চারদিনের ম্যাচে গতকাল আফিফ হোসেনের দলকে ৩ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ ও শেষ দিনে সফরকারী ক্যারিবীয়দের ১৯০ রানের টার্গেট দেয় আফিফরা। রোমাঞ্চ ছড়িয়ে শেষ বিকালে জয় নিয়ে মাঠ ছাড়ে জশুয়া ডা সিলভা দল। 

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সংগ্রহ ছিল ৩৪৫। নিজেদের দ্বিতীয় ইনিংসে আগের দিনের ২৭৪/৬ সংগ্রহ নিয়ে গতকাল ভালো ব্যাট করতে পারেনি স্বাগতিকরা। মাত্র ২৪ রান যোগ করে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস থামে ২৯৭ রানে। আগেরদিন মাঠ ছাড়ার আগে বাংলাদেশের লিড ছিল ১৬৬ রানের।

বিজ্ঞাপন
৬৪ রানে অপরাজিত ছিলেন ইরফান শুক্কুর। গতকাল ব্যক্তিগত ৭২ রানে থামেন শুক্কুর। সাদমান ইসলাম ৭৪ এবং শাহাদাত হোসেন দিপু ৫০ রান করেন।

বাংলাদেশের দেওয়া মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছির না ক্যারিবিয়ানদেরও। দলীয় ৭০ রান পার না হতেই ৫ টপঅর্ডার ব্যাটারকে সাজঘরে ফেরায় বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। যদিও পরবর্তীতে দলের হাল ধরেন অধিনায়ক জশুয়া ডি সিলভা এবং মারকুটে ব্যাটার ব্র্যান্ডন কিং। মিডল অর্ডার এই দুই ব্যাটার মিলে ৭৬ রানের জুটি গড়েন। হারের শঙ্কায় থাকা উইন্ডিজের এই জুটিই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয় দলকে। এরপর ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করা কিংয়ের উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। একই ওভারে জাতীয় দলের হয়ে খেলা এই স্পিনার তুলে নেন আরও এক উইকেট। ৭ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে চা বিরতিতে যায় ক্যারিবিয়ানরা। তবে চা বিরতি শেষে জশুয়া ডি সিলভা এবং আকিম কেলভিনের ব্যাটে ভর করে ৩ উইকেটের জয় নিয়ে সফরকারী মাঠ ছাড়ে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্পিনার তানভীর ইসলাম। এছাড়া সাইফ হাসান নেন ২ উইকেট। 


বাদ আফিফ, দলে এলেন মুমিনুলসহ সাত ক্রিকেটার

আগামী মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে ‘এ’ দলের জার্সিতে মাঠে নামবেন মুমিনুল হক, শরিফুল ইসলাম, ইয়াসির আলীরা। 
সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের চারদিনের  আনঅফিসিয়াল টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজের তৃতীয় ম্যাচের দলে ডাকা হয়েছে নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মুমিনুল হক, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলামদের। 

১৪ সদস্যের দলে সাতটি পরিবর্তন। শুরুর দুই ম্যাচে অধিনায়কত্ব করা আফিফ হোসেন বাদ পড়েছেন। এছাড়া নেই সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ ও রিপন মণ্ডল। তৃতীয় ম্যাচের স্কোয়াড: জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, ইরফান শুক্কুর, শাহাদাত হোসেন, নাঈম হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুশফিক হাসান, তানজিম হাসান।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status