প্রথম পাতা
গয়েশ্বরসহ ১৬ বিএনপি নেতাকর্মীর জামিন
স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৩, শুক্রবার
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় হওয়া দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৬ নেতার আগাম জামিন দিয়েছেন উচ্চ আদালত। গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন। এ সময়ের মধ্যে সবাইকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
জামিনপ্রাপ্ত নেতারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, বিএনপি নেতা মীর শরফত আলী সপু, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, আবদুস সাত্তার পাটোয়ারী, সাইফ মাহমুদ জুয়েল, রুমা আক্তার, আবদুস সাত্তারসহ ১৬ জন।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানিতে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
আইনজীবীরা জানান, গত ২৩শে মে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিএনপি’র পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় ২৪শে মে রাজধানীর নিউমার্কেট ও ধানমণ্ডি থানায় পুলিশের ওপর হামলা, ইট-পাটকেল ও বিস্ফোরক দ্রব্য নিক্ষেপের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়।
পাঠকের মতামত
আর যদি কখনো অন্যায় ভাবে এ নেতা কে গ্রেফতার করা হয় এবং (আরেকটি কথা বলে নেই, লেখতে যেয়ে পরবর্তীতে ভুলে যেতে পারি, আমরা ইতো মধ্যে জানতে পেরেছি উনার পুত্রবধু বলিষ্ঠ কন্ঠস্বর নিপুন রায় কেরানিগঞ্জে সভা চলাকালীন হায়েনা দ্বারা আক্রান্ত হয়েছেন, আমি এর তীব্র নিন্দা জানাই আগামীতে দুর্বার আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ করা হবে, এর বিচার করা হবে। ) আর গয়েস্বর বাবুসহ বিএনপির সকল নেতার মুক্তি এবং বিশেষ করে অন্য সকল দলের জুলুম নির্যাতিত সকলের মুক্তি দিতে হবে।
লাইনে আসা শুরু করছে
নিন্ম আদালতের জামিনও এখন ওদের জন্য সহজ লভ্য হয়ে গেল !