অনলাইন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন
ফল ঘোষণা নিয়ে টানটান উত্তেজনা, নৌকা-ঘড়ির সমর্থকরা মুখোমুখি
স্টাফ রিপোর্টার
(৬ দিন আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪১ পূর্বাহ্ন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রকাশ চলছে। বঙ্গতাজ অডিটোরিয়ামে চলছে ফলাফল ঘোষণা। বাইরে নৌকা ও টেবিল ঘড়ির প্রার্থীরা অবস্থান নিয়েছেন। যে কেন্দ্রে যে দল জয় পাচ্ছে সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করছেন সমর্থকরা। শুরু থেকেই টেবিল ঘড়ির সমর্থকরা ছিলেন গেটের বাইরে। এরপর নৌকার সমর্থকরা এলে কিছুটা সরে গিয়ে দাঁড়ান তারা।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় আজ। দিনব্যাপী ভোটে সিংহভাগ ভোটার সন্তোষ প্রকাশ করেন। এখন চলছে ভোটের ফলাফল ঘোষণা। ফল ঘোষণার শুরু থেকেই অডিটোরিয়ামে উপস্থিত আছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
পাঠকের মতামত
As long as the evil in the power, do not expect a fair and credibale election.
ইভিএম এ ভোট হয়েছে।বিকাল চারটায় পোলিং শেষ কিন্তু এখন পযর্ন্ত ১১.৪০ মাত্র ১৩৫ আসনের ফল ঘোষনা হয়েছে।কি লাভহলো ইভিএমে।
রাত দশটা পর্যন্ত মাত্র ১০০টির মতো আসনের ফলাফল। অথচ নির্বাচন হয়েছে ইসির পছন্দের ইভিএমে। যার একটি গুণ দাবি করা হয় উনাদের ভাষায় দ্রুত রেজাল্ট। এই তার নমুনা??? চার শতাধিকের মধ্যে ছয় ঘন্টায় একশতের মত মাত্র। এলাকা হল ঢাকার ভেতর গাজীপুর।