বিশ্বজমিন
সাংবাদিক ইমরান রিয়াজ কোথায়!
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৬ পূর্বাহ্ন

সাংবাদিক ইমরান রিয়াজ খান কোথায়! পাকিস্তানে এ প্রশ্ন জনে জনে। ১১ই মে গ্রেপ্তার করার পর তিনি কোথায় আছেন কেউই বলতে পারছে না। সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এবং মিলিটারি ইন্টেলিজেন্স (এমআই) জানিয়েছে সাংবাদিক ইমরান তাদের কাছে নেই। বৃহস্পতিবার লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (তদন্ত) কামরান আদিল হাইকোর্টকে জানিয়েছেন আইএসআই বা এমআই কারো কাছে নেই এই সাংবাদিক। ইমরান খানের সমর্থক এই সাংবাদিককে উদ্ধারের আবেদন শুনানি হয় লাহোর হাইকোর্টে। এর শুনানিতে লাহোর পুলিশের ওই কর্মকর্তা উক্ত মন্তব্য করেন।
ইমরান রিয়াজ খানকে গ্রেপ্তারের পর ১২ই মে রিট পিটিশন করেন তার আইনজীবী। এর প্রেক্ষিতে একই দিনে তাকে আদালতের সামনে উপস্থিত করতে এটর্নি জেনারেলকে নির্দেশনা দেয় লাহোর হাইকোর্ট। কিন্তু ওই নির্দেশ মানেনি পুলিশ। এর প্রেক্ষিতে সময়সীমা শেষ হওয়ার পর ৪৮ ঘন্টার ডেডলাইন দেয়া হয় শিয়ালকোট পুলিশকে। এরপরও সময় বাড়ানো হয়। কিন্তু প্রতিবারই আদালতকে জানানো হয়েছে, ইমরান রিয়াজ খান সরকারি কোন সংস্থার তত্ত্বাবধানে নেই। ফলে সবার মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়েছে, তাহলে এই সাংবাদিককে গ্রেপ্তার করার পর কি করা হয়েছে?