রাজনীতি
ঢাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষ
স্টাফ রিপোর্টার
(৪ মাস আগে) ২৩ মে ২০২৩, মঙ্গলবার, ৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

পদযাত্রা কর্মসূচি ঘিরে বিএনপি'র নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ৪টার কিছু আগে সিটি কলেজের সামনে এই ঘটনা ঘটে। এর আগে ধানমন্ডি আবাহনী মাঠের কাছ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সিটি কলেজের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। আগে থেকেই সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় পুলিশ। মিছিলটি এলে পুলিশ সড়কে ব্যারিকেড দেয়। নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তখন বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
পাঠকের মতামত
আওয়ামী লীগের এখন আর গুন্ডাপান্ডা বাড়া করতে হয় না কারণ, পুলিশলীগ তো এখন গুন্ডালীগের ভূমিকা পালন করে
মন্তব্য লিখে আর কি হবে? কে কার কথা রাখে না শুনে ? রাজনীতিতে এখন কোন শৃঙ্খলা নেই, যে যার মত করে রাজনীতি করছে। সহনশীলতার বড়ই অভাব, কেহ কাউকে সহ্য করতে পারছেনা। এক পক্ষ মাঠে নেমে প্রতিবাদ করবে, নিয়মতান্ত্রিক উপায়ে রাজনীতি করবে এটা স্বাভাবিক। কিন্তু অন্য পক্ষ এতে বাধা দেয়াটা ঠিক না। দেশের বর্তমান অবস্থায় সরকারী ও বিরোধী দল সবাইকে নিয়মতান্ত্রিক রাজনীতি ও গণতান্ত্রিক নিয়মনীতির চর্চা করা একান্ত প্রয়োজন। যে কোন সমস্যার সমাধানে আলাপ আলোচনার দরজা বন্ধ না করে দরজা জানালা সবকিছু উন্মুক্ত রাখা উচিত।
The police has crossed the limit. Two policemen shoved a BNP man strangling his neck and beating with truncheon mercilessly. I think it’s a daring abuse of human rights.
আওয়ামী গুন্ডা, সন্ত্রাসী বাহিনীকে হাসুদি পুলিশ এ নিয়োগ দিয়ে দেশকে অস্থিতি শীল করে রাখা হয়েছে। বিশেষ করে ঢাকা রাজধানীকে নিয়ন্ত্রণ করছে। বিরোধী দল যাতে কোনো শান্তিপূর্ণ কোনো সভা সমাবেশ করতে না পারে। এই গুন্ডা সন্ত্রাসী লীগ পুলিশের অত্যাচারের ভিডিও দেখলেগুলো দেখলেই যে কোনো সুস্থ মানুষ র বিবেক নাড়া দিবে।
গনতান্ত্রিক দেশে মিছিল মিটিং হবেই, কিন্তু পুলিশের এই একতরফা নির্যাতন গনতান্ত্রিক দেশে কতটুকু যুক্তিসম্মত???
এই ফ্যাসিবাদী জালিম শাসনের অবসান চাই।
পুলিশ বাহিনীর ওপর স্যাংশন আসবেনাতো কি নোবেল পুরষ্কার আনার ডাক আসবে?গলাটিপে ধরে লাঠি দিয়ে পেটাচ্ছে !!! এটা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ? নাকি বাংলাদেশ আওয়ামী পুলিশ লীগ সদস্য?অপেক্ষা করেন এই দিন দিন নয় আরো দিন আছে
আওয়ামী লীগ নিজে দেশটা কে করতে চায় শৃঙ্খলা
@জাহেদ, সাহেব অপেক্ষা করেন এই দিনের জন্য। এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনে নিয়ে যাবে ঐ দিনের কাছে। যেই কোন কর্মসূচি আপনারা পুলিশ লীগ দিয়ে বাদা দিচ্ছেন !! পুলিশ ছাড়া মাঠে আসেন তাহলে বুজবেন কোনটা চিনি আর কোনটা লবন !!!!
দেশে আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগের স্বাধীনতা নাই।তাছাড়া সরকার জনকল্যাণের জন্য নয়,নিজের কল্যাণের জন্য বদ্ধপরিকর।দেশটাকে একদলীয়করণ করেছে।
মুখে বলে যুবলীগ, ছাত্রলীগ বিএনপিকে ঠেকাবে। কার্যত নামায় সশস্ত্র পুলিশ। পুলিশ কেন আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে রায়????
পুলিশ বাহিনীর ওপর স্যাংশন আসবেনাতো কি নোবেল পুরষ্কার আনার ডাক আসবে? মিছিলটি আরো ১০ কিলোমিটার আগালে রাষ্ট্র বা সরকারের কি এমন ক্ষতি হতো। তত্বাবধায়ক সরকার যেমন সংবিধানে নেই তেমন করে কি সংবিধানে মিছিলটি সামনে এগোবার বিধানটিও নেই!? পুলিশকে আমরা সকল শাসন আমলেই বাড়াবাড়ি করতে দেখেছি। দেশে পুলিশ থাকবে আর তারা বাড়াবাড়ি করবেনা তা তো হতেই পারেনা। এতে করে বিশ্বে এই বার্তাটি পাঠানো কি হচ্ছেনা পুলিশই গনতন্ত্র পুনরুদ্ধারের সবচে বড় বাধ্য?
গলাটিপে ধরে লাঠি দিয়ে পেটাচ্ছে !!! এটা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ? নাকি বাংলাদেশ আওয়ামী পুলিশ লীগ সদস্য? লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে লাশ করা এদেশে আইন সিদ্ধ ? আর সামান্য পদ যাত্রা আইন বিরোধী ? জয় বাংলা। গুম, খুন, ভোট চুরি, ব্যাংক চুরির জয়।
দেশ চলে গেসে বাজিকরদের দখলে , ঢেলে দে মা , লুটে পাটি খাই , ঘুমাও বাঙালি ঘুমাও
পুলিশ সঠিক কাজটি করেছে। এসব আগুন সন্ত্রাসীদের আর ছাড় দেওয়া যাবে না। এরা গণতন্ত্রের ভাষা বোঝ না। এদেরকে এভাবে প্রতিহত করা উচিত। এইসব আগুন সন্ত্রাসীদের পিঠ চুলকানোর ঔষধ বাংলাদেশ ছাত্রলীগের ভালোভাবে জানা আছে।
এটাকে বলে নোংরা রাজনৈতিক খেলা। আমরা কখনই এই খেলা থেকে বেরিয়ে আসতে পারি না।
তারা পিস্তল হাতে নিয়ে ও মিছিল করতে পারবে। লগি বৈঠা নিয়ে মিছিল করতে পারবে, মানুষ মেরে লাশের উপর উল্লাস করতে পারবে কোন সমস্যা নাই। অন্যরা পদ-যাত্রা ও করতে পারবে না। এটা সুশাসন, গণতন্ত্র। তবে হাঁ এটা রাতের ভোটের গণতন্ত্র হতে পারে, আশ্চর্যের কিছু নয়। গুন্ডালীগের গণতন্ত্র হতে পারে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]