ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

পুলিশের জালে মেয়র সাদিকের আস্থাভাজন ছাত্রলীগ সভাপতি মান্না

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
১৬ মে ২০২৩, মঙ্গলবার
mzamin

পুলিশের জালে ধরা পড়লেন মেয়র সাদিক আব্দুল্লাহর অতি আস্থাভাজন, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না। মেয়রের বাসভবনের বাইরে থেকে তাকে আটক করা হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের কর্মীদের ওপর হামলার অভিযোগ তার বিরুদ্ধে। ওই রাতেই মান্নাসহ ১০ জনকে আটক করা হয়েছে বলে কাউনিয়া থানা সূত্রে জানা গেছে। আটক অপর ৯ জন হলেন- মান্নার ভাই রিশাদ আহম্মেদ নাদিম, তার কর্মীবাহিনীর অন্যতম মেহেদি হাসান সম্পদ, মামুন, শাওন, পারভেজ, শান্ত, রাশেদ, সন্যামত, আলামিন ও নান্টু। এক সপ্তাহ আগেই খোকন সেরনিয়াবাতের দুই কর্মীকে লাঞ্ছিত ও মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকির অভিযোগে মান্না ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। এরপরই তাকে যেকোনো সময়ে আটক করা হতে পারে এমন গুঞ্জন চলছিল। রোববার রাতে হামলার ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে মান্না গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে সোমবার বেলা সাড়ে ১১টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। 

রোববার রাতে খোকন সেরনিয়াবাতের সমর্থক মনা ও তার সঙ্গীরা একটি চায়ের দোকানে বসেছিল। মনার ছেলে অভিযোগ করেন, সেখানে মান্না ও তার সহযোগীরা অতর্কিত তার ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন
রামদা দিয়ে কুপিয়ে তার পিতাকে জখম করা হয়। আহতদের মধ্যে মনাসহ দু’জনকে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অভিযোগ পেয়ে পুলিশ অ্যাকশনে যায়। জানা গেছে, রাত ১টার দিকে মেয়র সাদিক আব্দুল্লাহর বাসার  পেছনের গেট দিয়ে বের হওয়ার সময় মান্না ও তার এক সহযোগীকে আটক করে পুলিশ। পরে নগরীর বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে রাত ২টার দিকে মান্নাকে গ্রেপ্তার করার সংবাদে কাউনিয়া হরিজন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকশ’ হরিজন ও মান্না সমর্থক ঐ রাতে বিক্ষোভ করে। 
এদিকে রাতেই হাসপাতালে ছুটে যান নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত। তিনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। এর পরপরই অ্যাকশনে যায় পুলিশ। মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনা ঘটেছে। এখনো নির্বাচনী কোনো কার্যক্রম শুরু হয়নি। যারাই জড়িত থাকুক না কেন কঠোর হস্তে দমন করা হবে। আমি সেই নির্দেশনা দিয়েছি।’

সোমবার বেলা ১১টায় মহানগর আওয়ামী লীগ অফিসে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন নেতৃবৃন্দ। সেখানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. একেএম জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ভিপি আনোয়ার, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, প্যানেল মেয়র গাজী নইমুল ইসলাম লিটু, আওয়ামী লীগ নেতা আমির হোসেন তালুকদার, নিরব হোসেন টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা হামলার ঘটনাটি সাজানো দাবি করে বলেন, যে স্থানে ঘটনা ঘটেছে, সেখানে সিসি ক্যামেরা রয়েছে। এর ফুটেজ অনুসন্ধান করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। ঘটনাস্থলের ২ কি.মি.’র মধ্যেও মান্না ছিলেন না। তাকে উদ্দেশ্যমূলকভাবে আটক করা হয়েছে। সংবাদ সম্মেলনে মান্নার মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status