দেশ বিদেশ
যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ
স্টাফ রিপোর্টার
১৫ মে ২০২৩, সোমবার
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল রোববার যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশ্যে যাত্রা করেন। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৬-১৮ই মে পর্যন্ত অনুষ্ঠেয় দ্য ল্যান্ড ফোরসেস প্যাসিফিক (এলএএনপিএসি) কনফারেন্সে অংশগ্রহণ করবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ কনফারেন্সের লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। কনফারেন্স-এ অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। কনফারেন্স শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২১শে মে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।