ঢাকা, ৯ জুন ২০২৩, শুক্রবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

শায়েস্তাগঞ্জে টমটমচালক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ২

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবারmzamin

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টমটমচালক আয়াত আলী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার শায়েস্তাগঞ্জ ও মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল। গতকাল সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান। আটককৃতরা হলো- উপজেলার পুরাসুন্দা গ্রামের মিঠুন মিয়া (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্ববাগ এলাকার ভাঙাড়ি ব্যবসায়ী ওসমান (৩৫)। এ সময় ছিনতাই হওয়া টমটমের ৫টি ব্যাটারি উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত রোববার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের বড়বাড়ি কবরস্থান এলাকা থেকে টমটমচালক আয়াত আলী (২৫) এর লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। নিহত আয়াত আলী স্থানীয় আমির হোসেন নামে এক ব্যক্তির টমটম ভাড়ায় চালাতেন। গত ২৩শে মার্চ রাত থেকে টমটমসহ আয়াত আলী নিখোঁজ হয়। এ ঘটনায় গত ২৭শে মার্চ নিহতের বড় ভাই বিলাল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গত মঙ্গলবার  শায়েস্তাগঞ্জ উপজেলা ও মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটককৃত ২ জনকে আটক করে র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্প।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status