খেলা
ফুটবলারদের কোয়ালিটির অভাব দেখছেন সাবেকরা
স্পোর্টস রিপোর্টার
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
দলের অনেকেরই জীবিকার প্রধান মাধ্যম ফুটবল নয়, সবাই শৌখিন ফুটবলার। বেশিরভাগ ফুটবলার দিনে অন্য চাকরি করেন, কাজ শেষে সন্ধ্যায় বুটজোড়া নিয়ে মাঠে নেমে পড়েন। এমন দল নিয়ে বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে এসেছিল সেশেলস। আর ছোট দ্বীপদেশটির বিপক্ষে নিজেদের মাটিতে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। জামালদের এই হারে ফুটবলাঙ্গনে চলছে সমালোচনার ঝড়। অনেকে এই হারে লজ্জা পেয়েছেন। সাবেক ফুটবলাররা মনে করেন, কোয়ালিটির অভাবেই এমন হার দেখতে হচ্ছে আমাদের। দেশীয় ফুটবলের অন্যতম কিংবদন্তী আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিকম্যান চুন্নু যারপরনাই হতাশ এই পারফরম্যান্সে। তিনি বলেন, ‘এই ফুটবল মানুষ দেখতে চায় না।
বিজ্ঞাপন