ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

জেসমিনের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি আসকের

স্টাফ রিপোর্টার
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

র‌্যাবের হেফাজতে নওগাঁয় ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ প্রদানের আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বেলা সাড়ে ১২টায় রাজধানীর লালমাটিয়ায় আসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংস্থাটির নির্বাহী পরিচালক নূর খান লিটন। বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া, অবিলম্বে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করার নির্দেশনা দিন। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করুন। আইনের আওতায় নিয়ে আসুন, বিচার করুন। আর একটি মানুষও যাতে এই ধরনের নির্যাতন, হয়রানি, খুনের শিকার না হন। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, আমাদের আর কথা বলার সুযোগ নেই। একজনের কাছেই সবকিছু, একজনের ওপরই নির্ভর করে। সেই জায়গা থেকে এই আহ্বান জানানো। আসকের পরিচালক (কর্মসূচি) নীনা গোস্বামী বলেন, নারীদের এভাবে হয়রানি করা এটা আমাদের সমাজে আরও বেশি উদ্বেগজনক। নারীকে গ্রেপ্তার করার বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশনায় বলা হয়েছে কীভাবে গ্রেপ্তার করতে হবে। তার একটাও এখানে মানা হয়নি। এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির। গত ২৪শে মার্চ নওগাঁয় র‌্যাবের হাতে আটকের পর ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যু হয়। ২২শে মার্চ আনুমানিক বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর ২৫শে মার্চ দুপুরের দিকে সুলতানার মরদেহ বুঝে পায় তার পরিবার। র‌্যাবের তত্ত্বাবধায়নে তার দাফন সম্পন্ন করা হয়।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status