দেশ বিদেশ
আওয়ামী লীগ নিষিদ্ধে শাহবাগে গরু জবাই
স্টাফ রিপোর্টার
১৩ মে ২০২৫, মঙ্গলবার৫ই আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় রাজধানীর শাহবাগে গরু ও ছাগল জবাই দিয়ে খিচুড়ি ভোজ করেছে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স ও প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা। গতকাল দুপুরে শাহবাগ চত্বরে এ আয়োজন করে তারা।
এই কর্মসূচির নাম দেয়া হয় ‘ইরর ৪০৪ আওয়ামী লীগ নট ফাউন্ড’। আয়োজকরা জানান, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছিল। এটি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার প্রতীকী কর্মসূচি এবং আনন্দ উৎসব প্রকাশের অংশ।
প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল এসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি আরেফিন আহমেদ রাফি জানান, ফ্যাসিজমের প্রতি মানুষের যে ঘৃণা, সে ঘৃণা থেকেই আজকের (সোমবার) এই আয়োজন করা হয়েছে। অমুসলিমের জন্য খিচুড়ি ভুনা ও খাসির আয়োজন করা হয়। এ ছাড়া জুলাই আন্দোলন নিয়ে ডকুমেন্টরি প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।
উল্লেখ্য, গত ১০ই মে রাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।