ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ঝুঁকিপূর্ণ জবি’র অধিকাংশ ভবন, আতঙ্কে শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা
১৩ মে ২০২৫, মঙ্গলবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পরিচালিত হচ্ছে অধিকাংশ বিভাগের শ্রেণি কার্যক্রম। ভবনগুলোর কিছু কিছু জায়গায় এবং ছাদে ফাটল দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন বাদে আর কোথাও মেরামতের উদ্যোগ লক্ষ্য করা যায়নি। শিক্ষার্থীদের শঙ্কা যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। গত ২৯শে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলার ছাদের ড্রপ ওয়ালের একটি অংশ ভেঙে পড়ে। এতে একজন আহত হন। এরপর থেকে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ২০০৫ সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঐ সময় কলেজ আমলের অবকাঠামোতে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম শুরু হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছরেও একমাত্র শহীদ সাজিদ একাডেমিক ভবন ছাড়া আর কোনো নতুন অবকাঠামো তৈরি হয়নি। এসব ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সরজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বিজ্ঞান ভবন, অবকাশ ভবন, ভাষা শহীদ রফিক ভবন, কলাভবনসহ বেশ কিছু ভবনের দেয়াল ও ছাদে বড় ফাটল দৃশ্যমান। কলাভবন ও বিজ্ঞান অনুষদের চারটি ভবন প্রায় জরাজীর্ণ। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে ঢুকছে পানি। প্রায়শই পলেস্তারা খসে পড়ছে। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছেন উৎকণ্ঠা নিয়ে। বিশ্ববিদ্যালয়ের আরেক গুরুত্বপূর্ণ ভাষা শহীদ রফিক ভবন। এই ভবনটি রয়েছে অত্যধিক ঝুঁকির মধ্যে। ভবনটির অধিকাংশ জায়গায় বড় ফাটল। ভবনটিতে চলছে দুটি বিভাগের শ্রেণি কার্যক্রম এবং নিচতলায় রয়েছে শিক্ষার্থীদের জন্য মেডিকেল সেন্টার। ভবনের লোহার রেলিংগুলোর অবস্থাও বেশ জরাজীর্ণ। সূত্র মতে ২০১৩ সালে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দলকে দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের প্রতিবেদনে চারটি ভবনকে অতি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়। ইতিহাস বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম সামি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ভবনই অনেক পুরাতন হওয়ায় বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। 
আতঙ্ক নিয়ে শ্রেণি কার্যক্রম চালানোয় পূর্ণ মনোযোগ আমরা দিতে পারি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, এ বিষয়ে আমরা সচেতন আছি। একটি প্রতিনিধিদল ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শন করেছে। কিছু ভবনের মেরামত কাজ চলমান রয়েছে। বাকি ভবনগুলোর মেরামতের কাজও দ্রুতই শুরু করতে পারবো।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status