ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

বড় দল অংশ না নিলে পুরোপুরি অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে না: ইসি আলমগীর

স্টাফ রিপোর্টার
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

দেশের কোনো বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে ওই নির্বাচনকে পুরোপুরি অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। গতকাল নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  মো. আলমগীর বলেন, বাস্তবতা হচ্ছে- এখন পর্যন্ত কোনো নির্বাচনেই সব দল অংশ নেয়নি। ১৯৭০ সালের নির্বাচনেও সব দল অংশ নেয়নি। এই নির্বাচনগুলো অংশগ্রহণমূলক ছিল না, এমনটা বলা যাবে না। দুই-একটা দল অংশ না নিলে সেটা অংশগ্রহণমূলক নির্বাচন নয়, এটা বলা যাবে না। তবে বড় বড় দল অংশ না নিলে সেই নির্বাচনকে পুরোপুরি অংশগ্রহণমূলক বলা যাবে না। সব নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে এলে আমাদের সন্তুষ্টি পুরোপুরি থাকবে। আমরা আশা করছি বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।  বিএনপি সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা ইসি’র আমন্ত্রণে সাড়া দেবে না, ইসি’র চিঠির জবাবও দেবে না।

বিজ্ঞাপন
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মো. আলমগীর বলেন, প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন তারা বিএনপি’র কাছ থেকে লিখিত উত্তর আশা করছেন। বিএনপি জবাব দিতে পারে, নাও দিতে পারে। একটা সময় পর্যন্ত তারা অপেক্ষা করবেন। বিএনপি আসছে না, অন্য কোনো দলকে চিঠি দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যখন যাকে প্রয়োজন মনে করি, আমরা আলোচনায় বসার জন্য আহ্বান জানাতে পারি। মির্জা ফখরুল বলেছেন ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারবে না- এই প্রসঙ্গে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নিজস্ব মতামত আছে। সেটা তো তারা করতেই পারে। আমরা তো আমাদের দায়িত্ব নেয়ার পর থেকে আইনিভাবে যা করা সম্ভব, তার কোনোটির চেষ্টায় ত্রুটি করছি না। আরপিও সংশোধনের বিষয়ে মো. আলমগীর বলেন, মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। বৈঠকের কার্যবিবরণী আমরা পাইনি। তাই বলতে পারছি না কী হয়েছে। মন্ত্রিসভায় চূড়ান্ত হয়নি, হয়তো আরও সভা হবে। এরপর বৈঠকের মিনিটস (কার্যবিবরণী) আসবে। তখন আমরা বলতে পারবো যে, এই পাঠিয়েছে, এরপর চূড়ান্ত হবে। তিনি বলেন, ভোটের ফল গেজেট আকারে প্রকাশের পরও ভোট বাতিলের ক্ষেত্রে আমরা যেটা দিয়েছি, তা থাকলে সুষ্ঠু নির্বাচন করা অনেক সহজ হবে। সংসদীয় আসনের সীমানা নিয়ে ১৮৬ আবেদন পড়েছে উল্লেখ করে এই কমিশনার বলেন, ১৮৬টা আবেদন পড়েছে। ১২৬টা আপত্তি খসড়ার বিপক্ষে, ৬০টি পড়েছে পক্ষে। পক্ষে-বিপক্ষে থাকলেও শুনানি। ঈদের আগে শুনানি হবে কি-না বলা যাচ্ছে না। জুনের মধ্যে আমরা সিদ্ধান্ত নেবো। শুনানি শুরু করার তারিখ এখনো হয়নি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status