দেশ বিদেশ
ভয়ভীতি প্রদর্শন করে সত্য তুলে ধরা বন্ধ করা যাবে না: জোনায়েদ সাকি
স্টাফ রিপোর্টার
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে মধ্যরাতে সিআইডি পরিচয়ে সাদা পোশাকে তুলে নেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তারা। বলেন, স্বাধীনতার অর্ধ শতাব্দী পরে গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে ‘চাইলের স্বাধীনতা চাই’ বলে জাকির হোসেন নামে একজন দিনমজুরের বক্তব্য উদ্ধৃতি করে রিপোর্ট করার পর সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নিদারুণ ব্যর্থতা, জনজীবনে অসহনীয় দুর্ভোগের বিষয়টা এ বক্তব্যের মধ্যে দিয়ে আবারো সামনে আসে। এই বক্তব্য অতি দ্রুততার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে এটাই প্রমাণ করে যে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনে নাভিশ্বাস তুলে ফেলেছে। মানুষের মাঝে ক্ষোভ-বিক্ষোভ তৈরি করছে। তারা বলেন, জনসম্মতিহীন ও অজনপ্রিয় সরকার এতে ভয় পেয়ে প্রথম আলোর রিপোর্ট বিষয়ক ‘সংশোধনী’ দেয়া সত্ত্বেও রিপোর্টটির ছবি সরিয়ে নিতে বাধ্য করে। ভয়ভীতি প্রদর্শন করে সত্য তুলে ধরা বন্ধ করা যাবে না। সাধারণ নাগরিক থেকে শুরু করে আজ সংবাদ মাধ্যমের গলা টিপে ধরে এই ফ্যাসিবাদী সরকার। তারা জনগণকে বার্তা দিতে চায় যে, সরকারের লুটপাট, দুর্নীতি, দুঃশাসন নিয়ে কোনো কথাই বলা যাবে না। বিবৃতিতে আরও বলা হয়, আমরা পরিষ্কার করে বলতে চাই, র্যাব হেফাজতে মেরে কিংবা মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না। এদেশের জনগণ বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সংগঠিত হয়ে এ স্বৈরশাসন থেকে নিজেদেরকে মুক্ত করবে। অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানকে সুস্থ শরীরে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।