দেশ বিদেশ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হোছাইনের পরিবারে শোকের মাতম
রামু (কক্সবাজার) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবারসৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রামুর যুবক মোহাম্মদ হোছাইন। সোমবার সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজীদের বহনকারী বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোছাইন কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ঘোনারপাড়া বাহারকাছা এলাকার কাদের হোসেনের ছেলে। কাদের হোসেনের ৬ সন্তানের মধ্যে একমাত্র ছেলে মোহাম্মদ হোছাইন। তাই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে ৭ বছর পূর্বে জীবিকার তাগিদে মোহাম্মদ হোছাইন সৌদিতে যান। আকস্মিক এ দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা দিশাহারা হয়ে পড়েছেন। নিহত মোহাম্মদ হোছাইনের চার বছরের এক কন্যা শিশু রয়েছে। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
জানা গেছে, মোহাম্মদ হোছাইন ২৭শে মার্চ আভাহা থেকে মক্কা নগরীর উদ্দেশ্যে বাসযোগে রওনা দেন। মোহাম্মদ হোছাইনের ভগ্নিপতি তাকে ওই গাড়িতে তুলে দেন। পরে দুর্ঘটনার খবর আসলে মোহাম্মদ হোছাইনকে কল করে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, তিনি (হোছাইন) যেই বাসে উঠেছিলেন সেই বাসটিই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়েছে।