ঢাকা, ৯ জুন ২০২৩, শুক্রবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

শেখ হাসিনা কৃষকদের অধিকার নিশ্চিত করেছেন: এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, বুধবারmzamin

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে নানামুখি পদক্ষেপের মাধ্যমে দেশের কৃষকদের অধিকার নিশ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি প্রণোদনার আওতায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এরমধ্যে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন এসব কৃষকরা।
সংসদ সদস্য শাওন আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কৃষকরা সারের জন্য গিয়ে গুলি খেতে হয়েছে। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কৃষকদের প্রতি আন্তরিক থাকায় দেশে কৃষি উৎপাদন বেড়েছে। যার জন্য বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status