রাজনীতি
জিয়া ছিলেন মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
(২ মাস আগে) ২৬ মার্চ ২০২৩, রবিবার, ২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৭ পূর্বাহ্ন

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমকালে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমানকে নিয়ে বিএনপির নানা বক্তব্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথম সরকার, যে সরকার মুজিবনগরে শপথ গ্রহণ করেছিল এবং বাংলাদেশে স্বাধীনতাযুদ্ধ পরিচালনা করেছিল, সেই সরকারের অধীনে জিয়াউর রহমান একজন চাকুরে ছিলেন।
ড. হাছান বলেন, মুক্তিযুদ্ধের সময় যদি কেউ একজন মুক্তিযোদ্ধাকে পানি খাইয়েছে বা একবেলা ভাত খাইয়েছে, সেই অপরাধে পাকিস্তানিরা তাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে। তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, নির্যাতন করেছে। আর জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে আর তার স্ত্রী খালেদা জিয়াকে পাকিস্তানিরা নতুন বউয়ের মতো আদর-যত্ন করে, এতেই তো প্রমাণিত হয়, জিয়াউর রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছেন।
পাঠকের মতামত
জীবিত মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করা উচিত। ইনি কোন যোগ্যতাবলে এমন মন্তব্য করতে পারেন।একজন মানসিক ভারসাম্যহীন পক্ষেও এমন অযৌক্তিক কথা বলা সম্ভব নয়।
শহীদ, রাষ্ট্রপতি, মেজর জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল নায়ক। জিয়ার নাম এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের গহীনে অবস্থিত। এটা ষড়যন্ত্র ও মিথ্যা দিয়ে কেউ মিটাতে পারবে না।
সব ক্রেডিট একজনকে দিতে গিয়ে ইতিহাস বিকৃতির শেষ ধাপে পৌছে গেছেন। আপনারা কোন বিষয়ে সত্য বললেও মানুষ এখন বিশ্বাস করেনা। নিজেরাই নিজেদের এই পর্যায়ে নিয়ে গেছেন। জিয়া এদেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে, জিয়ার মাঝে থাকা সেই গুণ আরো কারো কাছেই ছিলনা। সাধারণ মানুষের অন্তরে জিয়ার এই অবস্থান নিয়ে বাকী জীবনেও আপনারা শুধু জ্বলতেই থাকবেন। জ্বলতেই থাকুন, জ্বলতেই থাকুন আর জ্বলতেই থাকুন।
চাচা রোজার দিনে কেন এমন কথা বলেন!! আমরা তো ইতিহাস জানি আর কত প্রলাপ করবেন, পাবলিক খায় না তো, জিয়া কত নম্বর সেক্টর কমান্ডার ছিলেন আমার বাবা বলেছে, সে একই সাথে ছিলেন। আর একটা কথা বলি সালাউদ্দিন কাদের চৌধুরী জীবিত থাকতে রাঙ্গুনিয়া উপজেলায় জাননি কেন?? আজ তো আপনার বড় কথা বলার সুযোগ হয়ে গেছে। বেগম পাড়ায় বাড়ি ঠিকঠাক তো করেই রেখেছেন,, আর ভয় কিসের।
শহীদ, রাষ্ট্রপতি, মেজর জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল নায়ক। জিয়ার নাম এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের গহীনে অবস্থিত। এটা ষড়যন্ত্র ও মিথ্যা দিয়ে কেউ মিটাতে পারবে না।
জিয়াউর রহমানের নামটি আমার হৃদয় থেকে মুছবেন কি করে?
Pure freedom fighter H.Mahamud
Pls dont distort history.
Tumi napit kothai chila?
জিয়া বিষয়ক সম্পাদক জানি কে ?
Lies destroys national spirit of peoples. Some liars do it for the purpose of harming the nation. Liars may have otherwise designs instigated by larger enemies of the nation of Bangladesh.
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
