দেশ বিদেশ
খরচ বাঁচাতে ইফতারিতে হিসেবি ঢাবি’র শিক্ষার্থীরা
হাসনাত মাহমুদ
২৫ মার্চ ২০২৩, শনিবার
নির্ধারিত সময়ের বেশ আগেভাগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের সবুজ ঘাসে ইফতারি নিয়ে গোল হয়ে বসেছিলেন নূর ও তার বেশ কয়েকজন বন্ধু। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে থাকলেও রমজান মাসে তারা একত্রে ইফতারি করেন। সামনের বড় থালিতে একসঙ্গে ছোলা-মুড়ি মাখা। সঙ্গে বাড়তি উপকরণ হিসেবে আছে খেজুর, পিয়াজু আর শরবত। সারা দিন রোজা থাকার পর এত অল্প ইফতারিতে ক্লান্ত শরীরে কি সতেজতা ফিরবে? এমন প্রশ্নে অনেকটা অসহায় ভঙ্গিতে চতুর্থ বর্ষে পড়ুয়া সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী নূর জানালেন, আপাতত কিছু করার নেই। আগে এসবের সঙ্গে ফলমূল, চিড়া ও কলা থাকতো। সব মিলিয়ে ৫০-৬০ টাকায় হয়ে যেতো। এবার এসব তালিকায় রাখতে হলে বাজেট রাখতে হবে ১০০ টাকা। কিন্তু টিউশনির বেতন তো এক পয়সাও বাড়েনি। নূরের মতো একই অবস্থা ঢাবি’র অধিকাংশ আবাসিক শিক্ষার্থীর।
পাঠকের মতামত
কোন এক সময়ে আমাদের ছাত্র জীবনে দেশে অর্থের অভাব ছিল প্রকট । তখন পাকিস্তান কাল । দেশ স্বাধীন হওয়ার পর মানুষের সঙ্গতি বেড়েছিল ।কিন্ত কভিড মহামারীর পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বিশ্ব অর্থনৈতিক অবস্থার উলোট পালট করে দিয়েছে । সব দেশে হাহাকার চলছে । বৃটেন, এক সময়ের স্বপ্নের দেশে আজ হাহাকার চলছে জনগণের মাঝে ।