দেশ বিদেশ
বিনা ওয়ারেন্টে নেতাকর্মীদের হয়রানি না করতে ডিএমপিকে অনুরোধ বিএনপি’র
স্টাফ রিপোর্টার
২৪ মার্চ ২০২৩, শুক্রবার
বিনা ওয়ারেন্টে নেতাকর্মীদের হয়রানি না করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) অনুরোধ জানিয়েছে বিএনপি। গতকাল ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠককালে এ অনুরোধ জানায় বিএনপি প্রতিনিধি দল। প্রায় ৪০ মিনিট বৈঠক করেন তারা। বিএনপি’র প্রতিনিধি দলে ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। পবিত্র রমজান মাসের ইফতার কর্মসূচির বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করতে প্রতিনিধিদল ডিএমপিতে যায়। রাজধানী ঢাকায় এবার থানাভিত্তিক ইফতার মাহফিল করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সে হিসেবে মহানগরীর ৫০ থানায় ৫০টি ইফতার অনুষ্ঠান হবে। প্রতিনিধিদল অনুষ্ঠানগুলোর স্থান ও তারিখ কমিশনারকে জানিয়েছে। গত রোববার রাতে বনানী ক্লাব থেকে ৫৩ জন নেতাকর্মীকে আটকের ঘটনায় বৈঠকে উষ্মা প্রকাশ করেন বিএনপি নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ঢাকা মহানগরে আমাদের নেতাকর্মীদের বাসায় গিয়ে পুলিশি হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়গুলো ডিএমপি কমিশনারকে অবহিত করেছি। পাশাপাশি কি কারণে গ্রেপ্তার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছি। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি না যে বিএনপি কোনো বাড়িতে বা কোন রেস্টুরেন্টে কোনো সভা করতে পারবে না। বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক ও গণতান্ত্রিক দল। এটা আমরা ডিএমপি কমিশনারকে অবহিত করেছি।