দেশ বিদেশ
টিআইবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন মনসুর আহমেদ ও ফিলিপ গাইন
স্টাফ রিপোর্টার
২৪ মার্চ ২০২৩, শুক্রবারইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী ও সোসাইটি অব এনভাইরনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (শেড)’র প্রতিষ্ঠাতা পরিচালক ফিলিপ গাইন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন। গত ২৮শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত টিআইবি’র ১১৫তম বোর্ড সভায় আগামী ৩ বছরের জন্য তাদের নির্বাচিত করা হয়। মনসুর আহমেদ চৌধুরী প্রতিবন্ধীদের অধিকারের নিশ্চয়তাসহ তাদের জীবনমানের সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছেন। অন্যদিকে আলোকচিত্রী ও সংবাদকর্মী ফিলিপ গাইন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে আদিবাসী সমাজের মানবাধিকার ও পরিবেশ বিষয়ক কাজের জন্য সুপরিচিত।