দেশ বিদেশ
সরকারি যাকাত ফান্ডে যাকাত দেয়ার আহ্বান জানিয়েছেন ভোলার বিশিষ্টজনরা
অনলাইন ডেস্ক
(২ বছর আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৮:৩৯ অপরাহ্ন

কুরআন ও হাদীসের আলোকে রমজানের পবিত্রতা অর্জনসহ সরকারি যাকাত ফান্ডে যাকাত দেয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন ভোলার বিশিষ্টজনরা।
বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ‘সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক সেমিনারে তারা এই আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। এতে গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু। ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. হারুনুর রশীদ এতে সভাপতিত্ব করেন।
যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট মুহাদ্দিস ও উপজেলা মসজিদের খতিব আমিনুল হক নোমানী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তামিম আল ইয়ামীন, সদর উপজেলা নিবার্হী অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুছ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা ইমাম সমিতির সভাপতি বিশিষ্ট আলেম বশির উদ্দিন, জেলা যাকাত কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সাংবাদিকসহ জেলার সকল ফিল্ড সুপারভাইজার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভোলা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এম মাকসুদুর রহমান।
সরকারের নির্ধারিত প্রতি উপজেলায় ৪,০০,০০০/-টাকা করে উত্তোলন করার ব্যাপারে সকলে সহযোগিতা করবেন বলে অঙ্গীকার করেন। জেলা পরিষদের চেয়ারম্যান ১০০০০/-দিবেন বলে অঙ্গীকার করেন। কুরআন ও হাদীসের আলোকে সকলকে রমজানের পবিত্রতা অর্জনসহ সরকারি যাকাত ফান্ডে যাকাত দেয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয় সেমিনারে।