ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

রমজানে সিলেটে হার্ডলাইনে পুলিশ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৪ মার্চ ২০২৩, শুক্রবার

আধ্যাত্মিক শহর সিলেট। ধর্মীয় শহরও। আজ থেকে শুরু রমজান। শহরের আইনশৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় হার্ডলাইনে সিলেটের পুলিশ প্রশাসন। শহরের শৃঙ্খলায়ও দেয়া হবে না ছাড়। এ নিয়ে বুধবার রাতে সিলেটের পুলিশ লাইন্সে ব্রিফিং করেছেন পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরীফ। এক সপ্তাহ আগে থেকেই অভিযান শুরু হয়েছে দক্ষিণ সুরমায়। এটি পাপরাজ্য হিসেবে পরিচিত। ক্রাইম জোনও। নানা ঘটনা ঘটে এখানে।

বিজ্ঞাপন
রমজানে এলাকাভিত্তিক দ্বন্দ্বও মাথাচাড়া দিয়ে উঠে। হয় রক্তারক্তি। এসব বিবেচনায় সিলেট নগর পুলিশের পক্ষ থেকে আগে থেকেই প্রস্তুতি নেয়া হচ্ছে। সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, রমজানে নগরের শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় বরাবরই সোচ্চার থাকেন মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা। এবার মেয়র অসুস্থ। হার্টে রিং স্থাপনের পর তিনি বিশ্রামে রয়েছেন। তবে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ টিম সক্রিয়। নগরে পরিচালনা করা হচ্ছে অভিযান। কাউন্সিলররাও ওয়ার্ডভিত্তিক সরব ভূমিকা পালন করছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে রমজানের আগে থেকেই কাজ শুরু হয়েছে। গত ক’দিন ধরে জেলা প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে। এতে করে মাংসের বাজার ছাড়া নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি বিরাজ করছে। নগরীর দক্ষিণ সুরমা থানার ওসি ছিলেন কামরুল ইসলাম খান। ১০ দিন আগে তাকে বদলি করা হয়েছে। এখন এ থানার ওসি হচ্ছেন মো. শামসুদ্দোহা। তিনি থানায় যোগদান করেই আইনশৃঙ্খলা রক্ষা এবং পবিত্রতা রক্ষায় কাজ শুরু করেছেন। দক্ষিণ সুরমা হচ্ছে সিলেট নগরের প্রবেশমুখ। এ কারণে অপরাধ বেশি ওই এলাকায়। দক্ষিণ সুরমা থানা পুলিশ ইতিমধ্যে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। পুলিশের অভিযানের মুখে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিতর্কিত হোটেল ব্যবসায়ীরা পালিয়ে বেড়াচ্ছেন। দক্ষিণ সুরমা ছিনতাইকারী, চিহ্নিত মাদক ব্যবসায়ী সহ নানা অপরাধীদের আস্তানা। থানার ওসি শামসুদ্দোহা জানিয়েছেন, ‘আমরা অপরাধ বরদাশত করবো না। হোটেলে অসামাজিক কাজ, মাদক বিক্রি, ছিনতাইয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এজন্য অভিযান চলছে। যারা দাগী এবং চিহ্নিত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। চিহ্নিত জুয়ার আস্তানাগুলোতে অভিযান চালিয়ে পুলিশ বন্ধ করে দিয়েছে।’ কোতোয়ালি থানা এলাকায়ও পুলিশ তৎপরতা বাড়িয়েছে। বিশেষ করে ভোর বেলা যাতে অপরাধ কর্মকাণ্ড সংঘটিত না হয় সেদিকে নজর রাখা হচ্ছে বেশি। ওই সময়গুলোতে সিলেটের বাইরে আসা যাত্রীদের যাতে নিরাপত্তা প্রদান সম্ভব হয়- সে কারণে বাড়ানো হয়েছে পুলিশের টহলও। এদিকে- সিলেট  মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএমপি পুলিশ লাইন্সে পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রিফিং করেছেন। তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও রমজানে জনগণের ভোগান্তি দূরীকরণের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেছেন। এসএমপি’র মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে রমজানের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কমিশনার এই নির্দেশনা দেন। এবং সিনিয়র থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্‌) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা.  সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও ইএন্ডডি) মুহাম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম  মোহাম্মদ শাদিদ,  উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন এবং ডিবি) মো. জাহেদ পারভেজ  চৌধুরী সহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও  ফোর্সরা। এদিকে- নগরে যানজট এড়াতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status