দেশ বিদেশ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন
অনলাইন ডেস্ক
(২ বছর আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১:১২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার শেখ কামাল মেমোরিয়াল কাউন্সিলের যুক্তরাষ্ট্র শাখা এবং নিউ আমেরিকান ভোটার অ্যাসোসিয়েশন (এনএভিএ) এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নিউ ইয়র্কের ষষ্ঠ ও পঞ্চম ডিস্ট্রিক্টের গ্রেস মেং এবং গ্রেগরি ওয়েলডন মিকস। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী ২০০ বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা তুলে ধরে যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে শেখ কামাল মেমোরিয়াল কাউন্সিলের যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট মাসুদুল হাসান ওই অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর গুলিতে বাবা হারানোর দুঃসহ অভিজ্ঞতার কথা স্মরণ করেন তিনি। পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার নিন্দা জানিয়ে যুদ্ধে ভারতীয় বাহিনীর সমর্থন ও সহায়তার প্রশংসাও করেন।