ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

দুই সচিবের ব্রিফিং: সড়ক দুর্ঘটনার জন্য দায়ী মানুষের অসচেতনতা

স্টাফ রিপোর্টার
২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনাগুলোর পেছনে মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুই সচিব। তাদের দাবি, সরকার সড়ককে নিরাপদ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং শাস্তিস্বরূপ জরিমানা করা হচ্ছে। জরিমানার অঙ্কও অনেক বড় কিন্তু। কিন্তু এত কিছুর পরও সড়কে শৃঙ্খলা না ফেরার পেছনের অন্যতম কারণ সংশ্লিষ্টদের অসচেতনতা। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী ও সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে দুই সচিব বলেন, সাম্প্রতিক সময়ের দুর্ঘটনাগুলো নিয়ে গণমাধ্যমে অনেক নেতিবাচক খবর আসছে। এসব খবরে যে তথ্য উপস্থাপন করা হচ্ছে সেগুলো অনেক ক্ষেত্রে সঠিক না। এ ছাড়া সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রচুর প্রকল্প গ্রহণ করেছে। এরমধ্যে পদ্মা সেতু ও মেট্রোরেল উল্লেখযোগ্য। কিন্তু বাদবাকি প্রকল্পগুলোর ইতিবাচক সংবাদ আড়ালেই থেকে যাচ্ছে। এসময় নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের পদক্ষেপ, শৃঙ্খলা, চাঁদাবাজি সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন রাখেন। তবে কোনো প্রশ্নেরই সরাসরি জবাব মেলেনি দুই সচিবের তরফ থেকে। তাদের ভাষ্য, সরকার সড়কে শৃঙ্খলা আনতে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে অভিযানে নামলে বাসগুলো খবর পেয়ে রাস্তায় নামে না। পরে অভিযান শেষে তারা আবার রাস্তায় নামে। ব্যাটারিচালিত অটোরিকশার অভিযানেও একই চিত্র। সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ঢাকার রাস্তায় তিনি একাধিকবার মোটরসাইকেল আরোহীদের সতর্ক করার চেষ্টা করেছেন। কিন্তু তারা তাৎক্ষণিক ভুল স্বীকার করলেও সংশোধন হননি। এমনকি নিজে অভিযানে থেকে পথচারীদের রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহারে উৎসাহিত করেছেন। কিন্তু আশানুরূপ ফল মেলেনি। তিনি বলেন, উল্লেখযোগ্য পরিমাণ জরিমানার পরও মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামছে। মানুষের অনুপাতে রাস্তার সংখ্যা কম দেশে। শুধু সরকারের কঠোর পদক্ষেপে সড়কে শৃঙ্খলা আনা সম্ভব না।  এজন্য মানুষের মধ্যে সচেতনতা আনা জরুরি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status