দেশ বিদেশ
৩ বিভাগে প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্টাফ রিপোর্টার
২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবারআরও ৩ বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল বিকালে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ৩০শে মার্চ থেকে নিয়োগপ্রত্যাশীরা আবেদন করতে পারবেন। চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত। টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ী পদে নিয়োগের জন্য রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা/থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। সাধারণ প্রার্থীদের বয়স ১৪ই এপ্রিল ২০২৩ পর্যন্ত ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সময় পর্যন্ত সর্বোচ্চ বয়স ৩২ বছর। এর আগে গত ২৮শে ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই তিন বিভাগে আবেদনের শেষ সময় ২৪শে মার্চ।