দেশ বিদেশ
সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অনলাইন ডেস্ক
(২ মাস আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২১ অপরাহ্ন

বর্ণিল আয়োজনে পালিত হয়েছে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার রাতে রাজধানীর বারিধারা জে ব্লকে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী, ছয়টি শাখার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, সভাপতি ও অধ্যক্ষবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কলেজের সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ জাতীয় শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম এ রশিদ বলেন, সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্নপূরণে আজকের শিক্ষার্থীরাই অবদান রাখবে। তাদেরকে সঠিক দিক নির্দেশনা ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলেই দায়িত্ববোধ সম্পন্ন সুনাগরিক তথা উন্নত বাংলাদেশ গড়ে উঠবে। সাউথ পয়েন্টে সৃজনশীল নৈতিক শিক্ষাদানেই বেশি গুরুত্ব দেয়া হয় বলে উল্লেখ করেন তিনি।