ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

কিশোরগঞ্জে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন আরও ৩২৬টি ভূমিহীন পরিবার

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২২ মার্চ ২০২৩, বুধবার

কিশোরগঞ্জে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন আরও ৩২৬টি ভূমিহীন পরিবার। আজ সদর উপজেলায় ১৭টি, ভৈরবে ৪৩টি, অষ্টগ্রামে ৩৩টি ও পাকুন্দিয়া উপজেলায় ২২টিসহ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া করিমগঞ্জে ৪১টি, নিকলীতে ৬টি, হোসেনপুরে ১১টি, কুলিয়ারচরে ১৬টি, বাজিতপুরে ১৪টি, কটিয়াদীতে ১৩টি, তাড়াইলে ১২টি, মিঠামইনে ৮০টি ও ইটনায় ১৮টি পরিবারকে গৃহ প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপকারভোগীদের মাঝে জমির কবুলিয়ত দলিল, নামজারি এবং সনদ হস্তান্তর করা হবে। একই সঙ্গে কিশোরগঞ্জ সদর, ভৈরব, অষ্টগ্রাম ও পাকুন্দিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন তিনি। জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে গত বছরের ৩১শে মার্চ জারিকৃত পরিপত্র অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণি) পরিবারের শতভাগ পুনর্বাসন যাচাই করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার জন্য নির্ধারিত নতুন ৪টি উপজেলায় মোট ৫৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১১২টি, ভৈরবে ১৬০টি, অষ্টগ্রামে ১২২টি ও পাকুন্দিয়া উপজেলায় ১৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে। সর্বশেষ পর্যায়ে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৭টি, ভৈরবে ৪৩টি, অষ্টগ্রামে ৩৩টি ও পাকুন্দিয়ায় উপজেলায় ২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। এর ফলে জেলার মোট ২৭৫৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে এখন ৪ ধাপে মোট ২২৪৬টি পরিবার পুনর্বাসনের আওতায় এসেছে।

বিজ্ঞাপন
এ ছাড়া এই প্রকল্পের আওতায় ব্যারাক হাউজ নির্মাণের মাধ্যমে ইটনা উপজেলার আড়ালিয়া ও মজলিশপুর আশ্রয়ণ প্রকল্পে মোট ২৭০টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে এবং ৫টি পরিবারকে অন্যান্য পুনর্বাসনের (উপজেলা পরিষদের অর্থায়নে) মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে সরকারি খাস জায়গা কিংবা দখল হওয়া জায়গা দখলমুক্ত করে। কিশোরগঞ্জ জেলায় ২০২০ সাল হতে অদ্যাবধি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় একক গৃহ নির্মাণের জন্য প্রায় ৬২ দশমিক ২৯ একর খাস জমি উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজারমূল্য ৮৪ কোটি ৮২ লাখ টাকা। এ ছাড়া জেলায় ১১২ দশমিক ৮২ শতক জায়গা ক্রয় করা হয়েছে যার স্থানীয় বাজারমূল্য এক কোটি ৩৯ লাখ টাকা। চতুর্থ পর্যায়ে জেলায় বরাদ্দপ্রাপ্ত ৫৬৩টি ঘরের মধ্যে ২৯১টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট ২৭২টি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে। ২৯১টি একক গৃহসহ মোট ৩২৬টি গৃহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উদ্বোধন করবেন এবং একইদিনে উপকারভোগীদের নিকট কবুলিয়ত দলিল, নামজারি এবং সনদ হস্তান্তর করা হবে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status