ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

চান্দিনায় ১০৩ পরিবার পাবে স্থায়ী আবাসন

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

(১ বছর আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৭:০৯ অপরাহ্ন


চান্দিনায় ১০৩ পরিবার পাবে স্থায়ী আবাসন

তুহিন ভূইয়া।
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে গৃহহীন পরিবারকে আশ্রয় দেওয়ার লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় আজ নতুন ঠিকানা পাবে ১০৩ গৃহহীন পরিবার।

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় ও ৪র্থ পর্যায়ে নির্মিত ১০৩ গৃহে ঠাঁই হবে ভবঘুরে ১০৩টি পরিবারের। আজ বুধবার (২২ মার্চ) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমিসহ ঘর উপহার কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সাথে সাথে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ১০৩ গৃহহীন পরিবারের  হাতে জমির দলিলসহ ঘরের চাবি তুলে দেওয়া হবে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল। এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা সহকারি কমিনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউএনও জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশ বাস্তবায়নে ‘আশ্রয়ণ প্রকল্প’ চালু করেন। সেই আশ্রয়ন প্রকল্পের আওতায় চান্দিনায় ২১৬টি গৃহহীন পরিবারের তালিকা নির্ধারণ করা হয়। ১ম, ২য় ও ৩য় পর্যায়ে চান্দিনায় ১১৩টি গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এনে তাদের স্থায়ী ঠিকানা নির্ধারণ করা সম্ভব হয়েছে। আগামীদিন (বুধবার) ৩য় পর্যায়ের অবশিষ্ট ৪০টি ও ৪র্থ পর্যায়ে ৬৩টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এনে ১০৩টি পরিবার পাবে তাদের নতুন ঠিকানা।

তিনি আরও জানান, ১০৩টি নির্মিত নতুন গৃহের মধ্যে ছয়ঘড়িয়া গ্রামে সর্বোচ্চ ২৮টি, ভোমরকান্দি গ্রামে ২২টি, মহিচাইল গ্রামের ১৭টি, হরিণচাতুরী গ্রামের ১২টি এবং কাশিমপুর গ্রামে ১০টি, সুহিলপুর গ্রামের ৮টি, পূর্ব রামচন্দ্রপুর গ্রামে ০৩টি, তেঘরিয়া গ্রামে ২টি, শ্রীমন্তপুর গ্রামে ১টি ঘর প্রস্তুত করা হয়েছে। আজ সবগুলো ঘরে ১০৩টি পরিবার জায়গার খতিয়ানসহ নতুন ঘরে উঠবেন।  

তুহিন ভূইয়া।
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
০১৭২১৩৩২১২৯

বিজ্ঞাপন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status