ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

গ্রেপ্তার এড়াতে ইমরান বিশৃঙ্খলা সৃষ্টি করছেন: রানা সানাউল্লাহ

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১২:৪১ অপরাহ্ন

mzamin

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘কাপুরুষ’ হিসেবে মন্তব্য করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, গ্রেপ্তার ইমরান দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। কারাগারে পাঠানো হলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যেতে পারেন। শনিবার এআরওয়াই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে সানাউল্লাহ বলেন, সেই ‘কাপুরুষ’ (খান) গ্রেপ্তার এড়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ১০০ জন সশস্ত্র লোক নিয়ে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) প্রধান ইসলামাবাদের বিচারিক কমপ্লেক্সে গিয়েছিল। ক্ষমতাসীন জোট সরকার  তাকে ‘সম্পূর্ণ নিরাপত্তা’ দেওয়ার কথা বলেছিল। কিন্তু পরবর্তীতে তারা ৩০০ থেকে ৪০০ লোক নিয়ে ইসলামাবাদে গিয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেনর, ইমরান খানকে তার গাড়ি থেকেই সই করার অনুমতি দেওয়া হয়েছিল এবং সেখান থেকেই চলে যাওয়ারও অনুমতি দেওয়া হয়েছিল। একজন ব্যক্তি যে আদালতের আদেশ মানতে চায় না, তাকে  আদালতে হাজির করার আগে সুরক্ষামূলক জামিন দেওয়া হয়। অন্যদিকে মামলায় গ্রেপ্তারপূর্ব জামিনও পাচ্ছেন। এই ভাবেই  সমস্যা সৃষ্টিকারীরা উত্সাহ  পায়।
ইমরান খান জেলে যাওয়ার ভয়ে দেশকে ঝুঁকির মধ্যে ফেলেছেন মন্তব্য করে সানাউল্লাহ বলেন, ইমরান খান জেল এড়াতে মানুষকে হত্যা করতেও উৎসাহী ছিলেন। জামান পার্কে আইন প্রয়োগকারী সংস্থা (এলইএ) সার্চ ওয়ারেন্ট নিয়ে অভিযান চালিয়েছে।

তোষাখানা মামলায় আদালত থেকে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে গত ৫ই মার্চ গ্রেপ্তার করতে পুলিশ লাহোরে তার বাড়ির সামনে অবস্থান নিয়েছিল।

বিজ্ঞাপন
পুলিশ আসার আগেই পিটিআই এর নেতা ফাওয়াদ চৌধুরী দলীয় কর্মীসমর্থকদের ইমরানের বাড়ির সামনে হাজির হওয়ার আহ্বান জানান।

সমর্থকরা পুলিশকে ইমরান খানের বাড়িতে ঢুকতে বাধা দেয়। পুলিশ সতর্ক করলেও সেই হুঁশিয়ারিতে ইমরান সমর্থকরা ভয় পায়নি। সমর্থকদের দাবি, ইমরানকে গ্রেপ্তার করা হলে দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলো হবে।

পরবর্তীতে ফের গ্রেপ্তার অভিযানে পুলিশ ইমরানের বাড়ির সামনে গেলে পিটিআই দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ পরিস্থিতিতে এদিন ইমরান খান তার সমর্থকদেরকে বাড়ি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে টুইট করেন। এই গ্রেপ্তার অভিযানের পেছনে ক্ষমতাসীন সরকারের হাত রয়েছে বলে অভিযোগ ইমরানের।
সূত্র: এএনআই

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status