বাংলারজমিন
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কাউন্সিলরের সংবাদ সম্মেলন
কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. দবির উদ্দিন সরকার। পরিবার ও মৃত পিতাকে নিয়ে বাজে মন্তব্যের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন তিনি। গত রোববার বিকাল ৫টায় কাউন্সিলর অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৮ই মার্চ কাশিমপুর থানার ৫নং ওয়ার্ডের জহুরা বেগম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমার পরিবার ও আমার মরহুম পিতা-মাতাকে নিয়ে বাজে মন্তব্য করেন জাহাঙ্গীর আলম। তিনি আরও বলেন, আমার মরহুম দাদা সবেদ আলী সরকার জাতির জনক বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠজন ও সাভার থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমার বড় ভাই শওকত হোসেন সরকার দীর্ঘ ১১ বছর কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ছোট ভাই কবির হোসেন সরকার আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন।
সংবাদ সম্মেলনে দবির উদ্দিন সরকার আরও বলেন, জাহাঙ্গীর আলমকে মেয়র পদ ও আওয়ামী লীগের গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। সবকিছু হারিয়ে এখন তিনি আবোল-তাবোল প্রলাপ করছেন। আমাকে এবং আমার পরিবার নিয়ে কথা বলার আগে পূর্বে এসব কথা চিন্তা করে বলা উচিত ছিল। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাশিমপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন নান্নু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেওয়ান মো. জালাল উদ্দীন, ৫নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আলী (মোহন), গাজীপুর মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, কাশিমপুর থানা যুবলীগের সভাপতি প্রার্থী মো. আলমগীর মাতাব্বর প্রমুখ।