রাজনীতি
বনানী থেকে আটক বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
অনলাইন ডেস্ক
(২ বছর আগে) ২০ মার্চ ২০২৩, সোমবার, ১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন

রাজধানীর বনানী ক্লাব থেকে আটক মুন্সীগঞ্জ বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। বনানী ক্লাবে গোপন বৈঠকে মিলিত হয়ে তারা রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিলেন বলে দাবি করেছে পুলিশ। আজ দুপুরে মামলার তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বনানী ক্লাব থেকে আটক ৫৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
এদিকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন অভিযোগ করেছেন, মুন্সীগঞ্জ-১ আসনের (সিরাজদিখান-শ্রীনগর) বিএনপি দলীয় প্রার্থী মোমিন আলী ওমরাহ হজ পালন করতে যাবেন। সেজন্য সৌদি যাওয়ার আগে তার সংসদীয় এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় নেতৃবৃন্দসহ নৈশভোজ করছিলেন। সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে।
উল্লেখ্য, রোববার দিবাগত রাত ১টার দিকে বনানী ক্লাব থেকে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ওই অভিযানে বনানী থানা পুলিশও অংশ নেয়।