ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

আন্দোলনেই সমাধান দেখছে বিএনপি

নূরে আলম জিকু
২০ মার্চ ২০২৩, সোমবার
mzamin

জাতীয় নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারের সুরাহা চায় বিএনপি। নির্দলীয় সরকারের দাবিকে প্রধান করে ১০ দফার আন্দোলন করছে দলটি। একই দাবিতে যুগপৎ আন্দোলনে আছে সমমনা ৫৪টি রাজনৈতিক দল। ইতিমধ্যে যুগপৎ কর্মসূচিও পালন করছে দলগুলো। বিরোধীরা নির্দলীয় সরকারের দাবি করলেও সরকার বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এমন অবস্থায় প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে যাবে কিনা এ নিয়ে সংশয় সব মহলে। তবে বিএনপি বলছে, নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। আন্দোলনের মাধ্যমেই নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করা হবে। সরকারের কাছে দাবি দিয়ে এটি আদায় করা যাবে না।

বিজ্ঞাপন
তাই সামনের দিনগুলোতে আন্দোলন আরও কঠোর করার চিন্তা করছে দলটির নীতিনির্ধারকরা। 

নেতারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ক্ষমতাসীনদের সঙ্গে কোনো আপস করবে না বিএনপি। এমনকি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেবে না। ইতিমধ্যে এমন বার্তা দেয়া হয়েছে কূটনৈতিক মহলেও। বিএনপি চায় সবার আগে সরকারের পদত্যাগ নিশ্চিত করা। এজন্য চলমান আন্দোলনকে এক দফা দাবিতে ধাবিত করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা। বিএনপি বলছে- তত্ত্বাবধায়ক কিংবা নির্বাচন ইস্যুতে সরকারকে কোনো ছাড় দেয়া হবে না। নেতারা বলছেন, যত প্রতিশ্রুতিই আসুক শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।  ২০১৪ ও ২০১৮ সালের মতো কোনো নির্বাচনও দেশে আর হবে না। শেখ হাসিনা সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে শিগগিরই জয়ী হওয়ার কথাও বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল থেকে কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে বিএনপি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতসহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। বৈঠকে দেশের নির্বাচনী সংকটাবস্থা কূটনীতিকদের জানিয়েছেন তারা। বিএনপি’র একটি সূত্র জানায়, কূটনীতিকরা বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে অবগত। বিএনপি’র আন্দোলন ও সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন তারা। সম্প্রতি বৈঠকগুলোতে বিএনপি’র প্রতিনিধিদল রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করেন। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তত্ত্বাবধায়ক সরকার কেন প্রয়োজনীয় তার বিস্তারিত কূটনীতিকদের কাছে তুলে ধরেন বিএনপি’র প্রতিনিধিদল।  

বিএনপি’র অভিযোগ, আওয়ামী লীগ ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন করতে চাইছে। বিএনপিকে  নির্বাচন ব্যবস্থার বাইরে রেখে তারা আগের মতো একটি সাজানো নির্বাচন করতে চায়। তবে আওয়ামী লীগকে সেই সুযোগ দেয়া হবে না বলে জানায় বিএনপির নীতিনির্ধারণী ফোরাম। তারা বলছেন, আওয়ামী লীগ যদি একতরফা নির্বাচন করতে চায়, সেক্ষেত্রে দেশের জনগণকে সঙ্গে নিয়েই ক্ষমতাসীনদের প্রতিহত করা হবে। যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। 

বিএনপি’র নীতিনির্ধারণী ফোরামের একাধিক নেতা বলেছেন, বর্তমানের নানা ইস্যুতে শেখ হাসিনার পদত্যাগসহ সারা দেশে ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন চলছে। এই আন্দোলনে সারা দেশের মানুষ সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। জনগণ পরিবর্তন চায়। অবৈধভাবে ক্ষমতায় থাকা সরকারকে দেশের মানুষ আর চায় না। ইতিমধ্যে সরকার এসব দেখে ভয় পেয়ে গেছে। এজন্য সরকার একতরফা নির্বাচন করতে আবারো অপতৎপরতা চালাচ্ছে। তবে এবার আর সেই সুযোগ দেয়া হবে না। এক দফা আন্দোলনের মধ্যদিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিতে সরকারকে বাধ্য করা হবে।

নির্বাচন ইস্যুতে বিএনপি’র সর্বশেষ অবস্থান জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মানবজমিনকে বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। কূটনীতিকদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেখানেও আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি যে, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অংশগ্রহণ করবে। 

‘আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক কিংবা নিরপেক্ষ সরকার না মেনে নির্বাচন করতে চাইলে’ বিএনপি কী করবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য যা কর্মসূচি দেয়ার প্রয়োজন আমরা তাই করবো। এমন কর্মসূচি দেয়া হবে, তাতে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মানবজমিনকে বলেন, বিএনপি শেখ হাসিনার অধীনে কোনোদিনও নির্বাচনে যাবে না। এটা আমরা বহু আগে থেকেই বলে আসছি। আমাদের প্রতিটি সভা সমাবেশে এই কথা বলে আসছি। আমরা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। নিরপেক্ষভাবে ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন অব্যাহত রয়েছে। তবে কোনোভাবেই নির্বাচনকালীন সরকার ইস্যুতে ছাড় দেয়া হবে না।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status