ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

রাজনীতি

প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল: জিএম কাদের

স্টাফ রিপোর্টার

(২ দিন আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২৫ পূর্বাহ্ন

mzamin

মাদারীপুরের শিবচরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ রোববার এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। 

শোক বার্তায় জিএম কাদের বলেন, জীবনের যেনো মূল্যই নেই। এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেয়া যায় না। প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল। অথচ, কোন প্রতিকার নেই। যেনো সড়ক দুর্ঘটনা রোধে কারো কোন দায় নেই। প্রতিদিনের দুর্ঘটনা যেনো নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। 

তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে যৌক্তিক সহায়তা দিতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

বিজ্ঞাপন
 
মাদারীপুরের শিবচরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

পাঠকের মতামত

প্রতিকারের আইন করতে গেলেই পরিবহন ধর্মঘট শুরু হয় । তখন সব রাজনৈতিক দল ধর্মঘটঃর বিরোধিতা করে সোচ্চার হলে ধর্মঘট প্রত্যাহার করতে বাধ্য হত পরিবহন সংগঠন । ধীরে ধীরে বিকল্প পরিবহন ব্যবস্থা ও জোরদার করা একান্ত প্রয়োজন । তখন পরিবহন ধর্মঘট করে সংগঠন সুবিধা আদায় করতে ব্যর্থ হবে । মেট্রো চালু হয়েছে, ট্রেন চালু হলে বিকল্প হবে দূরপাল্লার বাস এর । বর্তমানে নিত্য নতুন রেলপথ তৈরি এই সমস্যার সমাধান করতে সাহায্য করবে । ভারতের রেল নেটওয়ার্ক ঐ দেশের পরিবহনের বেকবোন । বাংলাদেশের ও তদ্রূপ দরকার রেল নেটওয়ার্ক ।

Kazi
১৯ মার্চ ২০২৩, রবিবার, ৩:৩৯ পূর্বাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status