দেশ বিদেশ
সরকারি কলেজ শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
স্টাফ রিপোর্টার
১৯ মার্চ ২০২৩, রবিবারনানা ভোগান্তি পেরিয়ে জাতীয়কৃত কলেজের শিক্ষকদের চাকরি আত্তীকৃত হচ্ছে। কিন্তু এসব শিক্ষক পদে পদে বৈষম্যের শিকার হচ্ছেন। আত্তীকরণের ১০ বছরেও চাকরি নিয়মিত হচ্ছে না। সব যোগ্যতা অর্জন এবং বয়স ৫০ পার হলেও তাদের চাকরি স্থায়ী হচ্ছে না। ফলে অসংখ্য শিক্ষক কষ্ট নিয়েই অবসরে চলে যাচ্ছেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আত্তীকৃত কলেজ শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক ফোরামের (বাসকশিফো) নেতারা। সমস্যা সমাধানে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ঘাপটি মেরে থাকা স্বাধীনতাবিরোধী একটি চক্র সরকারের অর্জন ও সফলতাকে পেছনে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। তারা শিক্ষাকে ধ্বংস করে উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনা নস্যাৎ করতে চায়। তাদেরকে চিহ্নিত করে সরিয়ে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে আত্তীকৃত কর্মকর্তাদের এক মাসের মধ্যে চাকরি স্থায়ীকরণ ও পদোন্নতির দাবি জানানো হয়। এ ছাড়া আত্তীকৃত শিক্ষকদের চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত ওই কলেজে সরাসরি বিসিএস থেকে কোনো কর্মকর্তা পদায়ন না দেয়া, ইতিমধ্যে পদায়নকৃতদের প্রত্যাহার করা, জাতীয়করণের দিন থেকে চাকরি নিয়মিতকরণ, আত্তীকরণকৃত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের সুয়োগ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলেশন-১৯৯৪ অনুযায়ী বেতন নির্ধারণের দাবি জানান। সংগঠনের সাধারণ সম্পাদক হোছাইন মুহাম্মদ জাকির আত্তীকৃত শিক্ষকদেরকে অহেতুক নানা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন।