দেশ বিদেশ
সোনারগাঁয়ে র্যাবের অভিযানের সময় বৃদ্ধ নিহত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবারনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাবের গুলিতে আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় হুমায়ুন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যানপাড়া এলাকায় আনুমানিক রাত ১টায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রোজিনা আক্তার (৩৪) নামের এক গার্মেন্টস কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন আসামি ধরতে শুক্রবার মধ্যরাতে অভিযান চালায় র্যাব-১১। র্যাবের টিম সিভিল পোশাকে থাকায় স্থানীয় লোকজন ডাকাত সন্দেহে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একপর্যায়ে র্যাবের উপর হামলা চালায়। পরে র্যাব-১১ও আত্মরক্ষায় গুলি চালায়। এ সময় অনাকাক্সিক্ষতভাবে আবুল কাশেমের (৬৫) শরীরে গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলে তিনি মারা যান এবং হুমায়ুন কবির নামে আরও একজনের পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
র্যাব-১১ অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, শুক্রবার সকালে মহিলা গার্মেন্টস কর্মীর গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন আসামি ধরতে মধ্যরাতে অভিযান চালায় র্যাব-১১। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আনার পথে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র্যাবের উপর হামলা করে। এ সময় র্যাব-১১ ও স্থানীয় লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সকালে জানা যায়, একজন লোক মারা গেছেন। কিন্তু তিনি কীভাবে মারা গেছেন তা এখনো জানা যায়নি। হামলার ঘটনায় র্যাবের ৪ জন সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।