খেলা
ইরাককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
১৯ মার্চ ২০২৩, রবিবারআগের দিনই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। গতকাল ইরাককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের শেষ চারে উঠলো তুহিন তরফদাররা। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী ইরাককে তিনটি লোনাসহ ৪৯-৩৩ পয়েন্টে হারায় স্বাগতিকরা। ২৮-১৩ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় উভয় দল। এই ম্যাচে খেলতে পারেননি দুই নির্ভরযোগ্য ক্যাচার রাসেল হাসান এবং রোমান হোসেন। আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে তারা মাথায় চোট পেয়েছিলেন। তবে প্রথম চার ম্যাচে না পারলেও চোটমুক্ত হয়ে কাল ম্যাটে নেমেছিলেন তারকা খেলোয়াড় আরদুজ্জামান মুন্সী। যদিও দলের হয়ে প্রথম রেইড দিতে গিয়ে ধরা পড়েছিলেন (রিভিউ নিয়ে হেরে যান)। পরে অবশ্য দলের প্রয়োজনে বেশকটি মূল্যবান পয়েন্ট এনে দেন তিনি। আগের চার ম্যাচে বাংলাদেশ হারায় যথাক্রমে পোল্যান্ড, আর্জেন্টিনা, নেপাল এবং ইংল্যান্ডকে।