বাংলারজমিন
সাবেক এমপি এম নাসের রহমানের ওপর হামলার ঘটনায় মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৯ মার্চ ২০২৩, রবিবার
মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানের উপর আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের হামলার প্রতিবাদে জেলা কৃষকদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। একইসঙ্গে হামলাকারীদের রাজপথে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করে অবিলম্বে সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। গতকাল বিকালে জেলা কৃষকদলের উদ্যোগে শহরের কুসুমবাগ এসআর প্লাজার সামনে থেকে প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সেন্ট্রাল রোডের এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ শেষে সিকন্দর আলী সড়কের মোড়ে গিয়ে শেষ হয়। জেলা কৃষকদলের আহ্বায়ক ও জেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ঈমানীর পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন-জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মশিদুল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা কৃষকদলের আহ্বায়ক মকসুদুর রহমান মসুদ, কুলাউড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক শোয়েব আহমদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, রাজনগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আতিক, সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কয়েস আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১১ই মার্চ মৌলভীবাজারে কেন্দ্র ঘোষিত জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচির শুরুতেই আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পুলিশের মদতে বিএনপি নেতাকর্মীদের উপরে সশস্ত্র হামলা চালায়। শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পরিকল্পিতভাবে প্রকাশ্যে পুলিশের ছত্রচ্ছায়ায় লাটিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয় এবং বিএনপি’র ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের ওপর আকস্মিক ন্যক্কারজনক হামলা করে। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে।