বাংলারজমিন
কিশোরগঞ্জে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৯ মার্চ ২০২৩, রবিবার
কিশোরগঞ্জে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কিশোরগঞ্জ জেলা কমিটির আয়োজনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ক্ষেতমজুর সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান রুমী, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল হুদা দুলাল, শিক্ষক নেতা আবুল হাসেম মাস্টার, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, ক্ষেতমজুর নেতা শেখ জমশেদ, কৃষক নেতা মাহতাব উদ্দিন, কবি শাহজাহান কবির প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ জালাল উদ্দীন। বক্তারা বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বর্তমান ১০ দফা দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ শেষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, লুটপাট ও দুর্নীতি বন্ধ করা, সরকারি গ্রামীণ বরাদ্দ বৃদ্ধি, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, ষাটোর্ধ্বদের বিনা জমায় পেনশন ব্যবস্থা চালু, সারা বছর কাজ, ন্যায্য মজুরি, ভোট ভাতের সংগ্রামসহ চিকিৎসা, শিক্ষা, খাদ্য ও সামাজিক নিরাপত্তার দাবিতে শহরে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।