বাংলারজমিন
গঙ্গাচড়ায় জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবাররংপুরের গঙ্গাচড়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখল করে প্রাচীর ও বাড়িঘরের অবকাঠামো নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল দুপুরে গঙ্গাচড়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ফজলু মিয়া ওরফে নয়া মিয়া (৬২)। সংবাদ সম্মেলনে ফজলু মিয়া বলেন, গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুরে মোট ১৭৭ শতক জমি ছাহামে নালিশি সম্পত্তি পৈতৃক সূত্রে ভোগ দখল করে আসছি। আমি দীর্ঘদিন ঢাকায় থেকে টাইলসের কাজ করে জীবীকা নির্বাহ করি। এই সুযোগে বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে আব্দুল মতিন সরকার, মৃত এছাব উদ্দিনের ছেলে ছেনার উদ্দিন (৬৬), আব্দুল মতিন সরকারের ছেলে মো. বাদশা মিয়া (৪৩), মো. সোহেল মিয়া (২৫), মিস্টার (২৮), ছেনার উদ্দিনের ছেলে লুলু মিয়া (৪৮), বুলু মিয়া (৩২) আমার ভোগদখলকৃত জমি জোরপূর্বক জবরদখল করে। বিষয়টি জানতে পেরে আমি জমি উদ্ধারের জন্য ২০০৮ সালে রংপুর আদালতে একটি মামলা দায়ের করি, যা বর্তমানে বিচারাধীন। এমতাবস্থায় ওই জমিতে তারা পাকা বাড়ি করার জন্য অপচেষ্টা করেন। পরবর্তীতে আমি ওই জমির উপর নিষেধাজ্ঞা চেয়ে রংপুর আদালতে আরও দু’টি মামলা দায়ের করি। এ মামলার রায় আদালত আমার পক্ষে দেয়। তার পরেও বিবাদীগণ আদালতের আদেশ অমান্য করে ওই জমির উপর বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজ চলমান রেখেছেন। এ ঘটনায় আমি গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশের এস আই আব্দুর রউফ ঘটনা স্থলে গিয়ে উল্টো আমাকে ও আমার পরিবারের সদস্যদের নানারকম হুমকি দেন। ফজলু মিয়া বিষয়টি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।