খেলা
ওয়েলিংটনে বৃষ্টিভেজা কন্ডিশনের সুবিধা নিতে ব্যর্থ লঙ্কানরা
স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩, শনিবার
ওয়েলিংটনে বাতাসে আম্পায়ার গ্যাফানির মাথার ক্যাপ উড়ে যায়
ওয়েলিংটনে পেসারদের জন্য ছিল আদর্শ কন্ডিশন। সবুজ উইকেট, মেঘাচ্ছন্ন আকাশ। তবে বৃষ্টির বাগড়ার মাঝে যতটুকু খেলা হলো শ্রীলঙ্কার বোলাররা সেই সুযোগ খুব একটা কাজে লাগাতে পারলেন না। গতকাল সিরিজের দ্বিতীয় টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন ২ উইকেটে ১৫৫ রান নিয়ে খেলা শেষ করে স্বাগতিকরা। এদিন খেলা হয় ৪৮ ওভার। বেসিন রিজার্ভে বৃষ্টির হানায় ভেস্তে যায় দিনের প্রথম সেশন। টস করাও সম্ভব হয়নি তখন। দ্বিতীয় সেশনে শুরু হয় ম্যাচ। শেষ সেশনে কয়েক ওভার পরই আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা । কঠিন কন্ডিশনে চমৎকার ব্যাটিং উপহার দিয়ে ৭৮ রান করেন ওপেনার কনওয়ে।
বিজ্ঞাপন
ওয়েলিংটনে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। নিউজিল্যান্ড প্রথম দুই ওভারে কোনো রান করতে পারেনি। লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোকে চার মেরে নিজের ও দলের রানের খাতা খোলেন কনওয়ে। তিনিই সচল রাখেন রানের চাকা। আরেক প্রান্তে ল্যাথাম বেছে নেন অতি সাবধানী ব্যাটিংয়ের পথ। তাদের জুটিতে শুরুটা ভালোই করে কিউইরা, পার করে দেয় ২৫ ওভার। এই দুইজনের ৮৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে ল্যাথামের বিদায়ে। পেসার কাসুন রাজিথাকে পুল করে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন ব্যাটসম্যান। ৬৯ বলে ফিফটি করা কনওয়ে কাটিয়ে দেন প্রথম সেশন। কিন্তু ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরতি ক্যাচ দিয়ে কনওয়ে ফিরলে ভাঙে উইলিয়ামসনের সঙ্গে তার ৩১ রানের জুটি। কয়েক ওভার পর নিকোলসকে ফেরানোর সুযোগ পায় লঙ্কানরা। কিন্তু রাজিথার বলে উইকেটের পেছনে ক্যাচ গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন অভিষিক্ত উইকেটরক্ষক নিশান মাদুশকা। উইলিয়ামসনের সঙ্গে ৩৭ রানের জুটিতে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন নিকোলস। সিরিজের প্রথম টেস্টে রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচের শেষ বলে জয় পায় নিউজিল্যান্ড। টেস্টে ৭৫ বছর পর শেষ বলে হার-জিত দেখলো ক্রিকেটবিশ্ব।