বিশ্বজমিন
সৌদির সঙ্গে চুক্তির অংশ হিসেবে হুতিদের অস্ত্র দেয়া বন্ধ করবে ইরান
মানবজমিন ডেস্ক
(৪ দিন আগে) ১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪৯ অপরাহ্ন

হুতি বিদ্রোহীদের অস্ত্র দেয়া বন্ধে রাজি হয়েছে ইরান। মার্কিন ও সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এতে বলা হয়েছে, চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা চুক্তির অংশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে ইরান। তেহরানের পদক্ষেপ ইয়েমেনে শান্তি অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে বলে মনে করে সৌদি আরব।
আরব নিউজের খবরে জানানো হয়েছে, ইরানের এমন পদক্ষেপের কারণে হুতিরা এখন হয়ত সৌদি আরবের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে রাজি হবে। গত বছর ইয়েমেনে জাতিসংঘের অধীনে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কিন্তু ৬ মাসের মাথায় সেটি ভঙ্গ করে হুতি। ইরান যদিও প্রকাশ্যে কখনও হুতিকে অস্ত্র দেয়ার বিষয়টি স্বীকার করেনি। তবে প্রায়ই ইরান থেকে হুতির কাছে পাঠানো অস্ত্রের চালান আটক হয়। বিষয়টি এখন এক ধরণের ওপেন সিক্রেট।
গত সপ্তাহে সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে মধ্যস্ততা করেছে চীন।