রাজনীতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আ. লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হয়েছে: ফখরুল
স্টাফ রিপোর্টার
(৪ দিন আগে) ১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:০৪ অপরাহ্ন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ভোট ডাকাতিতে সিদ্ধ হস্ত আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতি করে নির্বাচনী ব্যবস্থায় শেষ পেরেকটি ঠোকা হলো।
তিনি বলেন, আমরা সবসময় বলে আসছি যে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের ছত্রছায়ায় দেশের কোথাও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটারাধিকারে বিশ্বাসী নয়, বিগত ২০১৪ এবং ২০১৮ সংসদ নির্বাচন ও বিভিন্ন স্তরের স্থানীয় নির্বাচনে ইতোপূর্বে বার বার প্রমাণিত হয়েছে।
সর্বশেষ প্রমাণ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। এর আগে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনেও একই ধরনের প্রহসনের নির্বাচন করা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল, দেশের সাধারণ মানুষের আইনের আশ্রয় নেয়ার শেষ ভরসাস্থল, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবীদের সমিতিতে তারা নগ্ন হস্তক্ষেপ থেকে বিরত থাকবে। কিন্তু নির্বাচনের নামে সেখানে প্রহসন করা হলো।
পাঠকের মতামত
Bangladesh is in a deep political crisis. the conditions for civil war are created. If that happens, we will sink into the abyss.
দেশ এবং দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, দেশের প্রতি ইঞ্চি জায়গা শেখ হাসিনা ও তার দোসররা ধ্বংস করে দিচ্ছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচন সরকার গঠনের জন্য নয়। তবুও জোর করে এই নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আওয়ামী লীগপন্থী আইনজীবীর প্রমাণ করে দিয়েছেন আওয়ামী লীগের অধীনে যে কোনো ধরনের বা যে কোনো পর্যায়ের নির্বাচন সুষ্ঠু হবেনা, হতে পারে না। আমেরিকা ও পশ্চিমারা যে বারবার সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছেন এবং সরকারও সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে আসছে এখন তার কি হবে?