ঢাকা, ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৮ শাবান ১৪৪৪ হিঃ

প্রথম পাতা

কেন্দ্র থেকে ইভিএম নিয়ে গেলেন যুবলীগ কর্মী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৭ মার্চ ২০২৩, শুক্রবারmzamin

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচনের এবিসি কেন্দ্র। আঙুলে ছাপ দিয়ে সেই গোপন রুমে ভোট দিতে ঢুকেন ভোটার মোহাম্মদ সালাহউদ্দিন। পর্দা দিয়ে ঢাকা সেই রুমে তড়িঘড়ি করে ঢুকেন আরও কয়েক যুবক। নৌকা মার্কায় ভোট দিতে জোরাজুরি করতে থাকেন তারা। পরে সালাহউদ্দিন ওই কক্ষের দায়িত্বরত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তপন কান্তি নাথকে অভিযোগ করে বলেন- ‘এভাবে এই রুমে অন্য কেউ থাকলে  ভোটারের তো  প্রাইভেসি থাকে না।’ উত্তরে প্রিজাইডিং কর্মকর্তা তপন কান্তি নাথ বলেন, ‘কিছুই করার নেই। প্রাইভেসি চাইলে বেরিয়ে যান।’ পরে ভোট না দিয়ে বেরিয়ে যান সালাহউদ্দিন। অভিযুক্ত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তপন কান্তি নাথ ফটিকছড়ির কাঞ্চননগরের ঢলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সালাহউদ্দিনের মতো এরকম ঘটনা ঘটেছে আরও    অনেকের সঙ্গে। 

গতকাল চট্টগ্রামের নাজিরহাট পৌরসভা ও বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই নির্বাচনেই  নৌকার সমর্থকরা ব্যালট রুমে প্রবেশ করে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। এক্ষেত্রে অনেক জায়গায় দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা  রহস্যজনক কারণে নীরব ছিলেন।

বিজ্ঞাপন
এরমধ্যে বোয়ালখালী উপজেলার একটি কেন্দ্রের এক যুবলীগ নেতাকে স্বয়ং একটি ইভিএম ইউনিট নিয়ে বের হয়ে যেতে দেখা যায়।

জানা যায়, ভোটের দিন দুপুর ১২টার দিকে বোয়ালখালীর ৮৬ নম্বর জ্যেষ্ঠপুরা রমণী মোহন উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে একটি ইভিএম  ইউনিট  নিয়ে রাস্তায় বসানো নৌকার ক্যাম্পে চলে যান স্থানীয় যুবলীগ নেতা নির্মলেন্দু দে। তার গলায় ঝুলছিল নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিমের ছবি সংবলিত ব্যাজ। ব্যালট ইউনিট প্যানেলটি নিয়ে যাওয়ার সময় সেখানে দায়িত্বরত  সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হারুনুর রশিদ  সামনেই ছিলেন। তিনি কোনো বাধা দেননি। এ ছাড়া, সেখানে নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকের প্রার্থীর এজেন্টরা ছিলেন না। এদিকে এই দৃশ্যটি স্থানীয় কয়েকজন সাংবাদিক তাদের মোবাইলে ধারণ করেন। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরী ওই যুবলীগ নেতার কাছ থেকে ইউনিটটি নিয়ে ভোটকেন্দ্রে ফেরত দিয়ে যান। পরে তা প্রিজাইডিং কর্মকর্তাকে বুঝিয়ে দেন ভোটগ্রহণকারী কর্মকর্তারা। 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নির্মলেন্দু দে মানবজমিনকে  বলেন, ‘আমাদের ভোটাররা কীভাবে ভোট দিবেন বুঝতেছি  না। তাই এই ইভিএম মেশিনটা নিয়ে এদেরকে বুঝিয়ে দেয়ার জন্য আনছিলাম। পরে আবার ফেরত দিয়ে দেয়া হয়েছে।’
এ বিষয়ে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা সজল দাশ গণমাধ্যমকে বলেন, কীভাবে ভোট দেবে, তা দেখিয়ে দেয়ার জন্য এই প্যানেল রাখা হয়েছিল। এটি একটা নমুনা প্যানেল। বাইরে নিয়ে যাওয়ার ছবিসহ দেখানো হলে সজল দাশ বলেন, ‘কীভাবে বাইরে গেল আমার জানা নেই। এটা বাইরে নিয়ে যাওয়া অপরাধ। আমি বিষয়টি খতিয়ে দেখছি।’

এদিকে বোয়ালখালী ও নাজিরহাট পৌরসভা নির্বাচনে বিভিন্ন অসঙ্গতির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের প্রধান নির্বাচনী কর্মকর্তা হাসানুজ্জামান মানবজমিনকে বলেন, আমি একটা ট্রেনিংয়ে ঢাকায় আছি। তাই এই বিষয়ে  জানবো না। আপনি জাহাঙ্গীর সাহেবকে ফোন দেন।’ তবে জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইনকে ফোন দেয়া হলেও তিনি  রিসিভ করেন নি।
এই বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান মানবজমিনকে  বলেন, ‘এখনো কেউ আমাকে অভিযোগ দেইনি এভাবে। আপনি জানিয়েছেন। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’

প্রসঙ্গত, বোয়ালখালী উপজেলা  পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে  নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম ছাড়াও দু’জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- কাজী আয়েশা ফারজানা ও এস এম মিজানুর রহমান। আর নাজিরহাট পৌরসভা নির্বাচনে  নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক ছাত্রলীগ নেতা একে জাহেদ চৌধুরী। নির্বাচনে মেয়র পদে আরও চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইসমাইল গণি, আনোয়ার পাশা, নাসির উদ্দিন ও জাহাঙ্গীর চৌধুরী। আর কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৯ জন।

পাঠকের মতামত

Bangladesh is in a deep political crisis. If the conditions for civil war are created. If that happens, we will sink into the abyss.

Faruki
১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ৪:৩০ পূর্বাহ্ন

এই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু জাতীয় নির্বচন অনুষ্ঠানে বদ্ধ পরিকর। এইটি যাহার নমুনা মাত্র।

Md. Jahirul Islam
১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ৪:২৭ পূর্বাহ্ন

নির্বাচন কমিশন তথা ভোট সংশ্লিষ্ট পদগুলোকে সুনিপূণভাবে দলীয়করণের মাধ্যমে সাজানো হয়েছে। একটি সপ্রদায়ের লোকদের বসানো হয়েছে, যাতে জয়ের ব্যাপারে নিশ্চিত থাকা যায়। নির্বাচন কমিশনের টপ টু বটম সবারই একটিই লক্ষ্য আর তাহলো সরকারী দলকে বিজয় এনে দেয়া। যেমন সবাই ইভিএমের বিরোধীতা করলেও নির্বাচন কমিশন নীজ থেকেই ১৫০ আসনে ইভিএমে নির্বাচন করতে আগ্রহী এবং সেভাবেই তারা এগোচ্ছে। তার অর্থ হলো ১৫০ আসন নিশ্চিত হলে বিজয় নিশ্চিত হয়ে যায়। তত্ববধায়ক সরকারের অধীনে এই সরকারের সাজানো সবকিছু ভেঙ্গে না দিলে এদেশে কোনদিন একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা সম্ভব হবেনা।

জামশেদ পাটোয়ারী
১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ১:১০ পূর্বাহ্ন

ক্ষমতায় থেকে নির্বাচন করা যে কত মজা এটা শেখ হাছিনা ও তার নেতা-কর্মীরা ভাল করেই জানে। সুতরাং জেনে-শুনে, বুঝে তারা কেন ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে যাবে। এখন এভিএম নিয়ে যেতে পারছে শুধু ক্ষমতায় থাকা কারণে। সুতরাং এমন মজা ছেড়ে আওয়ামী লীগ সরকার ও তার নেতা-কর্মীরা কেন জেনে-শুনে বিষপান করবে।

Manzurul Alam
১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১১:০২ অপরাহ্ন

This is all the sign has given that under this election commission our election will held free fair non violences ," who is in the power they have muscle & they can do what ever they like"

Nannu chowhan
১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৫:৪৬ অপরাহ্ন

এই ভাবেই আওয়ামীলীগ সরকার জোর করে ভোট নিতে চায়।

Khan
১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৪:১২ অপরাহ্ন

সামনের নির্বাচনে কোন কেন্দ্রে নিজের দলের পক্ষে ১১০% ভোট দেয়ার হাতে কলমে প্রশিক্ষন দিতে কাজে লাগাবেন!

মোহাম্মদ হারুন আল রশ
১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১২:৩৪ অপরাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status