ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

ভিএআর ভাগ্যে জয়ী বার্সা

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৩ মার্চ ২০২৩, সোমবার, ১:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন

mzamin

অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতে সান মামেস বারিয়া স্টেডিয়ামে স্প্যানিশ লা লিগায় স্বাগতিকদের ১-০ গোলে হারায় ব্লাউগ্রানারা। বার্সার সহজ জয়ে হাত ছিল ভিএআরেরও। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৪৫+১ মিনিটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। তবে লাইন্সম্যান অফসাইডের পতাকা উড়ালে মুহূর্তেই ম্লান হয়ে যায় ব্লাউগ্রানাদের আনন্দ। এরপর অবশ্য ভিএআরের সাহায্যে গোল পায় কাতালানরা। ৮৮তম মিনিটে সমতায় ফেরার আনন্দে আন্দোলিত হয় সান মামেসে উপস্থিত বিলবাও সমর্থকরা। সমতাসূচক গোলটি করেছিলেন অ্যাটলেটিক ক্লাবের স্প্যানিশ ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামস। তবে ২ মিনিট পরেই বিলবাও সমর্থকদের হাসি মিইয়ে যায় ভিএআরের সিদ্ধান্তে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি জানায় গোলের সময় বিলবাওয়ের ইকার মুনিয়াইনের হাতে লেগেছে বল।

বিজ্ঞাপন
গোল বাতিল হয়। হ্যান্ডবল পায় বার্সেলোনা। এরপর অতিরিক্ত সময়ে দু’টি হাফচান্স তৈরি করেও ম্যাচে ফিরতে পারেনি অ্যাটলেটিকো বিলবাও। দলের পারফরম্যান্সে আনন্দ প্রকাশ করেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দল যেভাবে প্রতিযোগিতা করছে, তাতে আমি গর্বিত।’

বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে চাপে ছিল বার্সেলোনা। জাভি বলেন, ‘আমরা সব ম্যাচেই চাপে থাকি। কেননা আমরা লীগ চ্যাম্পিয়ন হতে চাই। ছেলেদের আমি বলেছিলাম, ম্যাচটিকে যেন ফাইনাল ভেবে খেলে। আর আমরা আমাদের মান দেখিয়েছি।’

এই জয়ে স্প্যানিশ লা লিগা টেবিলে শীর্ষস্থানটা আরও মজবুত করলো বার্সেলোনা। ২৫ ম্যাচে ২১ জয় ও ২ হারে ৬৫ পয়েন্ট ব্লাউগ্রানাদের। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৬। আর ৩৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বর অ্যাটলেটিকো বিলবাও। 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status