অনলাইন
বৃটিশ-বাংলাদেশি উদ্যোক্তা আলিউর রহমানের ওবিই সম্মাননা গ্রহণ
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ১২ মার্চ ২০২৩, রবিবার, ১১:০৭ অপরাহ্ন
![mzamin](uploads/news/main/46477_olior.jpg)
বৃটিশ-বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তা শেখ আলিউর রহমান রাজা চার্লস তৃতীয় কর্তৃক প্রদত্ত অর্ডার অফ বৃটিশ এম্পায়ার (ওবিই) সম্মাননা গ্রহণ করেছেন। চা শিল্পে তার সেবার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মান পেয়েছেন।
এই পুরস্কার গ্রহণের পর লন্ডন টি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিস্টার রহমান বলেন, ওবিই পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। তিনি বলেন, আমি আমার চারপাশে এমন অনেক লোকের কাছে ঋণী যারা আমাকে বছরের পর বছর ধরে সমর্থন করেছেন।
আলিউর রহমানের পিতা-মাতা বাংলাদেশের সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা (উত্তর ধর্মা) গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং এক পুত্র ও দুই কন্যার পিতা। তিনি বর্তমানে তার পরিবারের সাথে লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটে বসবাস করছেন।