রাজনীতি
দেশে এখন স্বৈরশাসন চলছে: জি এম কাদের
অনলাইন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১১ মার্চ ২০২৩, শনিবার, ৯:০৬ অপরাহ্ন

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এই দেশকে এখন গণতান্ত্রিক বলা যাবে না। দেশে আজ সত্য কথা বলা যায় না। অনেকে গণতন্ত্রের কথা বলেন, অথচ দেশে আজ কোনো গণতন্ত্র নেই। দেশে এখন স্বৈরশাসন চলছে। শনিবার দুপুরে কুমিল্লার টাউন হল মাঠে জাতীয় পার্টির কুমিল্লা দক্ষিণ জেলার দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন জি এম কাদের।
তিনি বলেন, তারা (সরকার) মুক্তিযুদ্ধের কথা বলে, অথচ মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছিল তা বাস্তবায়ন করছে না। সরকার যখন পক্ষ হয় তখন অবাধ, নিরপেক্ষ নির্বাচন আর হয় না, বরং পক্ষপাতিত্ব হয়।
জি এম কাদের বলেন, বাংলাদেশে সঞ্চয় ও রিজার্ভ কমে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ বলছে আমরা বাংলাদেশের হিসাব-নিকাশ বিশ্বাস করি না। সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করে ফেলছে। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, অথচ সরকারের কোনো খবর নেই। দেশ এখন দেউলিয়া হয়ে গেছে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাপা সুযোগ নেয়ার রাজনীতি করে না।
সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, কাদের ও ফখরুল বলেন খেলা হবে, কিসের খেলা? আপনারা দুর্নীতি, গণতন্ত্র নিয়ে খেলেছেন। এসব খেলা দেশের জনগণ আর চায় না, জনগণ শান্তি চায়। বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতা আসুক মানুষ আর চায় না। মানুষ মুক্তি চায়।
তিনি আরও বলেন, দেশে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মানুষ কিছুদিন পর না খেয়ে মরবে। জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করা হবে। কুমিল্লাকে নিয়ে কোনো টালবাহানা চলবে না। আমরা চার বার আওয়ামী লীগকে সহযোগিতা করছি। অথচ মানুষ আমাদের দালাল বলে ডাকে। এ সরকার শুধু বিদ্যুৎ খাতে ৯০ হাজার কোটি টাকা লুটপাট করছে।
পাঠকের মতামত
সংসদ থেকে পদত্যাগ করে তারপর সরকার বিরোধী কথা বলেন তাহলে মানুষ আপনাদের বিশ্বাস করলেও করতে পারে।
স্যার। আপনি বলছেন এই দেশকে এখন গণতান্ত্রিক বলা যায় না। দেশে আজ সত্য কথা বলা যায় না। অনেকে গণতন্ত্রের কথা বলেন, কিন্তু দেশে আজ গণতন্ত্র নেই। কেন আপনারা ও সংসদ সদস্যরা বেতন নিচ্ছেন। আপনি পদত্যাগ করছেন না কেন?
আপনারা তার অংশীদার।
আপনাদেরকে অবিরাম আওয়ামীলীগকে সমর্থন করতে হবে নইলে......
অনেক দিন ঘুমিয়ে ছিলেন মনে হয়।
আপনার বলা উচিৎ ছিলো এরশাদ আমলের মতো স্বৈরতন্ত্র চলছে।
Your JP is part of it and continuously supporting the autocratic regime.