রাজনীতি
সরকার বিএনপিকে দমিয়ে রাখতে বিস্ফোরণ ঘটাচ্ছে: গয়েশ্বর
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৩ পূর্বাহ্ন
সাম্প্রতিক বিস্ফোরণ ও আগুনের ঘটনা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপিকে দমিয়ে রাখার জন্য সরকার সাম্প্রতিক বিস্ফোরণ ও আগুনের ঘটনাগুলো ঘটিয়েছে।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, কয়েক দিনে ঢাকায় যে বিস্ফোরণ হয়েছে, তা সরকারের পরিকল্পনা। বিএনপিকে আটকাতে ব্যর্থ হয়ে সরকার সাধারণ মানুষের চোখ অন্যদিকে সরাচ্ছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগ সরকারের হাতে এ দেশের মানুষ নিরাপদ না। ঘরে-বাইরে যেকোনো সময় দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে সরকার এখন প্রলাপ বকছে।’
বিএনপি মানুষ মারে না, আওয়ামী লীগ মারে - এ মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘সরকার মানুষকে আগুনে পুড়িয়ে, ভবন চাপা দিয়ে, নিত্যপণ্যের দাম বাড়িয়ে হত্যা করছে। মানুষ তাদের বসবাসের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপদ না। বাজারে গিয়ে নিত্যপণ্য না কিনেই বাড়ি ফিরে আসছেন তারা। কোথায় গেলে মানুষ স্বস্তিতে থাকতে পারবে, তার কোনো নিশ্চয়তা এ দেশে নেই।’
তিনি আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করার আহ্বান জানিয়ে বলেন, ‘শেষ কয়েকটি নির্বাচনে প্রমাণিত, দেশে জনগণের ভোটাধিকার নেই। সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করাই এখন বিএনপির লক্ষ্য।’ বিএনপি নেতা বলেন, কিছুদিন পর এলাকায় এলাকায় লেখা থাকবে আওয়ামী লীগ নিষিদ্ধ।