ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

রাজনীতি

দেশে বিস্ফোরণ এখন নিয়মিত ঘটনা: জিএম কাদের

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৮ মার্চ ২০২৩, বুধবার, ১:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন

mzamin

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটা অস্বাভাবিক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। দেশের আর স্বাভাবিক অবস্থা নেই। এই ধরনের বিস্ফোরণ এখন একটি স্বাভাবিক ঘটনা। এবং নিয়মিত ঘটছে। এগুলোকে দুর্ঘটনা বলা যায় না।  বুধবার (৮ মার্চ) সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, গত বছর ৪ঠা জুন চট্টগ্রামের বিএম ডিপোতে বিস্ফোরণে ৫০ জন নিহত হয়েছিল। এবং ৬০ জনের মতো গুরুতর আহত হয়েছিল। এদিকে, গত ৪, ৫ এবং ৭ তারিখে একাধিক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরইমধ্যে খবর পেলাম, সিদ্দিক বাজারের এই ভবনের বিস্ফোরণের ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন
আমরা সব সময় বলেছি এ ধরনের ঘটনা ঘটার পর তদন্তপূর্বক রহস্য উদঘাটন করতে হবে। যাতে পরবর্তীতে এ ধরনের ঘটনা না ঘটে। কিন্তু, চট্টগ্রামের ঘটনার পর কি তদন্ত হলো, আমরা সেটি জানতে পারলাম না। সরকার কি পদক্ষেপ নিলো, সেটাও জানলাম না। শেষ পর্যন্ত এটা ধামাচাপা পড়ে যাবে। কেননা ওই ঘটনার সঙ্গে সরকারি দলের মানুষ জড়িত ছিল।

যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো তদন্ত করে সঠিক রহস্য উদঘাটন করে দেশবাসীকে জানানোর দাবি জানিয়ে জিএম কাদের বলেন, এ ঘটনায় কার ব্যর্থতা আছে, সেটাও জনগণের জানা দরকার। কোনো ধরনের কেমিক্যাল রাখার জন্য লাইসেন্স দরকার। এই লাইসেন্স দেবার ক্ষেত্রে কিছু কন্ডিশন দেয়া হয়, সেগুলো পরিপূর্ণ করেই লাইসেন্স দেয়া হচ্ছে কি-না সেটিও দেখা দরকার। 

আমরা দেখতে পাচ্ছি, দুর্নীতি ও দলীয়করণের কারণে এ ধরনের ঘটনার পর বরাবরই পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে উল্লেখ করে জিএম কাদের বলেন, তাদের দলের লোক এবং দুর্নীতি এই দুয়ের কারণে কোনো কিছুই হচ্ছে না। আজ মানুষের জীবনের নিরাপত্তা নাই, ইজ্জ্বতেরও নিরাপত্তা নেই, সম্পত্তিরও নিরাপত্তা নেই। আমরা এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি। 

তিনি বলেন, এ ঘটনায় প্রথম ব্যর্থতা সরকারের। সরকার কেনো এটা দেখতে পারলো না। এরপর, এ ধরনের ঘটনা কেনো ঘটল জানা দরকার। আমরা জানতে চাই, এ ধরনের ঘটনা কিভাবে হচ্ছে, কেনো হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না, সে নিরাপত্তাও দাবি করছি সরকারে কাছে। কোথাও কোনো শৃঙ্খলা নেই, সব জায়গাতেই অব্যবস্থাপনা।

পাঠকের মতামত

দুর্ঘটনা আক্রান্ত প্রতিষ্ঠানের মালিক সরকারি দলের লোক হতে পারে । তাতে নিজে তো দুর্ঘটনা ঘটিয়ে নিজের সম্পদের ক্ষতি কেউ করবে না । তাহলে তদন্ত রিপোর্ট দিলে ক্ষতি কি বুঝতে পারছি না । আপনি কি এই দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করেছেন ? একটি রাজনৈতিক দলের প্রধান হিসাবে আপনার কর্তব্য জনগণের পাশে গিয়ে খোঁজ নেওয়া ।

Kazi
৮ মার্চ ২০২৩, বুধবার, ১:০৬ পূর্বাহ্ন

যখন সিনেমা হলে ফুটতো।৬৩ জেলায় ফুটতো।রমনায় ফুটতো।কোটালি পাড়ায় ফুটতো।এগুলো কি অনিয়্মিত ছিল?

samsulislam
৮ মার্চ ২০২৩, বুধবার, ১২:৫৩ পূর্বাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status